মানুষ মইরা সারা
আই শৃঙ্খলা ভালোই
হেসে বলেন ..হারা।
কি করে বলেন?
বলারই কথা।
বুঝিবে কী করে
ব্যাথীতের ব্যাথা।
তারা জানে দেশবাসী আজ
অতীষ্ঠ ভীষণ
সবার ঘাড়ে তবুও চাপা
টুয়েন্টি টুয়েন্টি মিশন।
বর্তমানের চিন্তা ভুলে
আকাশ দেখে যারা
তাদের এমন রোম্যান্স দেখে
জাতি আত্মহারা।
রাস্তায় পেলে মানুষ ওদের
ছিঁড়ে খাবে বলে
এসএসএফ বহর নিয়ে
তারা পথে চলে।
সা-রা কিন্তু নেয়না সেসব
ক্যাজুয়ালি যায়
দেখি মানুষ কেমন করে
মাংস আমার খায়।
মাংস যখন ছোঁয় না কেহ- এমন কদা কার দেহ
ভাবছে মানুষ ভালোই
সন্ত্রাসীদের ছেলাম ঠুকে
বাপকে বলে তালোই।
আম পাবলিক মরবেই তো
দ্রব্যের দাম বাড়বেইতো
আমরা আছি যখন
সন্ত্রাসীরা জেলে গেলে
ব্যবসায়ীরা রেগে গেলে
কে বাঁচাবে তখন?
খালেদাদের পতন হলো
নিজোদলের সন্ত্রাস দমনে
লীগের ওরা ছেলের মতো
কাজকি সমনে।
নামত যারা মাঠে ঘাটে
সেসব ছাত্রদল
র্র্যাবের খোঁচায়
সব পালাল
(নির্বাচনে ) দেখ ফলাফল।
নিজের দলে সন্ত্রাস চাই
এটাই পেলো শিক্ষা
প্রয়োজনে আনবো চেয়ে
পাশের দেশে ভিক্ষা।
ফেনসিডিল আর গাঁজার সাথে
আসছে ওরা ঢের
অযত্ন যেন্ হয় না আমার
প্রতিবেশীদের।
এই হলো দেশ ইচ্ছে রাজার যখন যাহা করে
মিডিয়াগুলো সুর তোলে তাই হুক্কা হুয়া স্বরে।
অহনা ভণে সেসব কথা জ্ঞানী-গুণীর তরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।