আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়া তো খুব খুসি থ্যংকস ম্যাংকস বইলা অস্তির কইরা হালাই লো আমারে দয়া কইরা ১৮+ ছারা কেউ প্রবেস করিবেন না

নতুন একটা Experience হইলো "সবিতা ভাবি " , জিবনে অনেক কমিক্স পরসি সোট বেলায় যেমন "বল্টু দা" "নান্টু ও সান্টু" আরো কত কি . বইয়ের পড়া না পরে এই কমিক্স পড়ার জন্য মায়ের হাতে কত পিটানি খাই সি তার ঠিক নাই কারন তা গোনা সম্বব নয় . মাজে মাজে বাবার পকেট মারসি এই কমিস্ক কেনার টাকার জন্য । বাবা ও আমার সাথে পরতো আর হাসত মাজে মধ্যে । মা মাজে মাজে রেগে বেগে অস্তির হইয়া জাইতো । কিন্তু আবার কান্না কাটি করলে মা নিজ থেকে বই কিনে দিত এই কমিক্স। আজকে আমার এক বন্ধু নাম অ্যানি ( সে কিন্তু আমার বায়ার আসিল ) Odesk তার সাথে পরিচয় ।

সে সুইজারল্যন্ড থাকে , ইদানিং আমার লগে খুব খাতিল . আজকে তার জন্ম দিন আসিল । আমি তারে Birthday wish করার জন্য Skype তে ফোন দিলাম সে রিসিব করল ....... আমি তারে বলতে থাকলাম ...... Happy birthday, my dear friend I’ll be there for you, till the end Your love and kindness, shines right through Our midnight talks, are never few...... Many many happy returns of the day "Any" .... মাইয়া তো খুব খুসি থ্যংকস ম্যাংকস কইয়া অস্তির কইরা হালাই লো আমারে আমি তাকে জিগাই লাম কি করবা আজকে তুমি ? সে বল্লো কমিক্স পররব ,বইলা সুধু হাসতাসে আর হাসতাসে আমি তাকে বল্লাম কমিক্স তো ছোটরা পরে, আমি ছোট বেলাতে অনেক পরসি। সে আমার কথা সুইনা হি হি কইরা হাসতাসে পুনরায়। আমি তো পুরা confused হইয়া গেলাম । অ্যানি আমারে জিগাসা করলো "সবিতা ভাবি কমিক্স" পরস ? আমি তারে জিগাই লাম সেইটা কি জিসিন ? সে পুনরায় হাসতাসে আর হাসতাসে হি হি কইরা ।

আমি তো রাগে ফায়ার কিন্তু তার Birthdayবইলা রাগ ও হইতে পারতাসি না !! অবশেষে আমার কাজ আসে বইলা কল কাইটা দিলাম । মনে মনে ভাবতাসি আমারে হটাৎ বোকা বানাইলো কেন ? দুপুরে ভাত খাওয়ার পরে কম্পু খুইলা দেখতে পাইলাম সে মেইল পাঠাইসে এবং একটা PDFs ফাইল দিসে আর কইসে কাউকে না দিতে । ফাইলের নাম "সবিতা ভাবি কমিক্স" । আমি আরাম কইরা খাটের উপর সুইয়া পরতে সুরু করলাম !!!! অকি !!! প্রথমেই টাস্কি খাইয়া গেলাম !!! খুব মন জোক দিয়া কমিক্স পরতে আরম্ব করলাম । রুম মেট জিগাই তাসে কি পরতাসেন ভাই ? আমি কইলাম আমার বন্ধু কিসু International Business এর soft copy দিসে তাই পরতাসি, মনে মনে রাগ হইলাম তাহার পতি।

তারে কইলাম সামনের সপ্তাহে পরিক্ষা আসে । ১০ থেকে ১২ কল আইসে রিসিব করি নাই , মোবাইল বন্ধ কইরা রাখসি । কমিক্স পরতাসি আর হাসতাসি মনে হইতাসে সেই ছোট বেলার কথা কিন্তু একটু পার্থাক্য আসে । কেউর জানার ইচ্ছা থাকলে গুগল মামার কাসে জিগাই তে পারেন তয় আমি কিসু কইতে পারুম না । সুধু এক খান কথা কই শিতের মধ্যে গোসল করতে জাইতে হইবো মনে হইতাসে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.