আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষবাসী পাখিরা সাক্ষ্য দিল একাত্তরের গনহত্যার! উদীচীর ব্যতিক্রমধর্মী মঞ্চনাটক (ফটোব্লগ)

ধর্মান্ধ মুমিন বান্দাদের লন্ডভন্ড করব ! বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের নাটক বিভাগ গত ১৭ মে এক নতুন ধারার নাটক পরিবেশনা করে। নাটকটি প্রচিলত ধারার মত কোন অডিটিরয়াম বা মঞ্চে অনুষ্ঠিত হয়নি। নাটকটি পরিবেশিত হয় ময়মনসিংহ পৌর পার্কের তেতুল চত্তরে। শুধু তাই নয় সেই তেতুল গাছ এবং চারপাশের অনেকটা অনেকটা এলাকা নাটকটির মঞ্চ হিসাবে ব্যবহৃত হয়! নাম ভূমিকায় অভিনয়কারী বৃক্ষবাসী পাখিরা গাছেই তাদের অভিনয় প্রদর্শন করে। ডায়লগের পাশাপাশি নাটকটিতে ছিল অসাধারণ কিছু কোরিওগ্রাফি।

এই সব অভূতপূর্ব কান্ডের মিশ্রণে কয়েক হাজার দর্শক এই নাটকটি দেখে অভিভূত হয়ে পড়ে। মাত্র ত্রিশ মিনিটের এই নাটকটি রচনা করেন সত্যজিৎ কাঞ্জিলাল সুমন এবং নির্দেশনায় ছিলেন চিন্ময় দেবনাথ। ব্যাতিক্রমী এই নাটকটির সেট ডিজাইন এবং নির্মানে ছিলেন রাজীব কুমার বণিক। রায়েরবাজার বধ্যভুমির আদলে নাটকটির সেট তৈরি করা হয়। নাটকের শেষাংশে তুলে ধরা হয় বর্তমান সময়ে রাজাকারের দোসরদের ধর্মীয় অপব্যখ্যা, খুনোখুনি, অপপ্রচার এবং সেইসাথে তারুণ্যের দূর্বার আন্দোলন।

সময়োপযোগী এই নাটকটি তাই দর্শকে-শ্রোতাদের হৃদয় কেড়ে নেয়। এখানে নাটকটির কিছু মুহুর্ত তুলে ধরা হল : উপস্থিত দর্শকদের একাংশ মূল আকর্ষণ সেই বৃক্ষ রাজাকারের প্রবেশ রাজাকারের সাথে পাখিদের যুদ্ধ রাজাকারের পলায়ন মুক্তিযোদ্ধাদের অতৃপ্ত আত্মা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।