লেখাপড়া শেষ করে সবাই একটি ভাল চাকুরী আশা করে। চাকুরী পেয়ে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেন অনেকে। চাকুরী করে নিজের কিংবা পরিবারের ভাগ্য পরিবর্তনও করেন। কিন্তু এমনও চকুরী আছে যা দ্বারা নিজের কিংবা পরিবারের ভাগ্য পরিবর্তন করা কঠিন। তেমনি একটি চাকুরী শিক্ষকতা।
শিক্ষকতা করে ভাগ্যে পরিবর্তন হয়েছে এমন শিক্ষকের সংখ্যা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন হবে। বছরের পর বছর শিক্ষক শিক্ষকতা করে যান কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন না। স্কুলে পড়া অবস্থায় সেই রাজা স্যারের ভাগ্য যেমনটি দেখেছি আজও তেমনই আছে। জীবনের ক্ষেত্রে সত্যিকারের রাজা আজও হতে পারেননি। অথচ বলা হয় শিক্ষকই জাতির পথপ্রদর্শক, জাতির প্রাণ।
লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। অথচ আমাদের শিক্ষকদের পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হয়। সারা বছর চকুরী করেও তাদের ভাগ্যে গাড়ি জোটে না। তবে কি এ দেশে শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।