আমাদের কথা খুঁজে নিন

   

এই লেখাটা শুধু তোর জন্য

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

সাধ্য থাকলে তোকে বুকের ভিতর রেখে দিতাম এক জীবনের জন্য জিততে জিততে আমি কখন যে হেরে গেছি, তুই জানিস না য়ামি জানি, সব সময় জিততে হয় না, মাঝে মাঝ হারতে হয়। আমার সকল অহংকার তোর করতলে এসে সবুজ হয়ে যায় ফনা তোলা সাপ হয়ে যায় দুগ্ধপোষ্য চড়ুই, বাঘেরা বিড়াল রিক্ত আমি তোকে পেয়ে এক ফলকেই হয়ে যাই পৃথিবীর মালিক নষ্ট সময়ের পেট খুড়ে বের করে আনি স্বপ্নের বহ্নিল স্রোত। লিখতে গিয়ে যতবারই কষ্টের শরীলে আগুন জ্বালানোর কথা ভাবি মাঝরাতে তুই কেন আসিস আমার ঘরের মাঝে ছায়া হয়ে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।