আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা



১. ভয় রাত যতই গভীর হয়...বুকে চেপে বসে মরন ভয়। ২. রাতকানা যমদূত তুই কি রাতকানা..আমায় দেখিস; রাজাকার দেখিসনা? ৩. ঘৃর্ণা হাসরের মাঠেও যদি দেখি রাজাকার থুথু দিতে চাই একবার। ৪. অভিষাপ যুদ্ধ দেখিনি...দেখেছি রাজাকার...তোর হবেই সর্বনাশ..হবিই ছারখার। ৫. অর্পণ তোর হাতেই দিতে চাই বিচার ..প্রিয় সন্তান নিধন করিস রাজাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।