আমাদের কথা খুঁজে নিন

   

কাল আসছে গ্রামীণ(হারামী!!!???)ফোনের নতুন প্যাকেজ ।



সজল জাহিদ বদলে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্যাকেজের ধরন। সেসঙ্গে বদলে যাচ্ছে তাদের ট্যারিফ কাঠামোও। দু'একটি উদাহরণ বাদে এখন পর্যন্ত কলের মিনিটপ্রতি সবচেয়ে বেশি খরচ করতে হয় গ্রামীণফোনের গ্রাহকদের। তবে আগামীকাল আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন নতুন যে চারটি প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে তার মাধ্যমে তাদের ট্যারিফ গড়ে মিনিটে এক টাকার নিচে নেমে আসবে। তাছাড়া নতুন সিমের মূল্য এবং সিম কেনার ক্ষেত্রে বোনাসেরও পুনর্বিন্যাস করা হচ্ছে।

গ্রামীণফোনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে স্মাইল নামে যে প্রিপেইড প্যাকেজটি চালু আছে সেটি ভেঙে চার ভাগ করা হচ্ছে। প্যাকেজগুলোর মধ্যে তিনটি গ্রাহকদের কাছে একেবারেই নতুন। প্রিপেইড গ্রাহকরা বন্ধু, সহজ এবং আপন নামের যে কোনো একটি প্যাকেজ বেছে নিতে পারবেন। অন্যদিকে আগে সবাই ডিজুস প্যাকেজের সুবিধা না পেলেও এখন সেটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। রোববার থেকে যে কোনো গ্রাহকই তাদের সেবাকে ডিজুসসহ অন্য তিনটি প্যাকেজে রূপান্তরিত করতে পারবেন।

প্রায় আড়াই কোটি গ্রাহকের এ কোম্পানি বাজারে শক্ত অবস্থানে থাকায় এতদিন তাদের ট্যারিফ কাঠামোর দিকে খুব একটা মনোযোগ দেয়নি। কিন্তু নতুন এ ঘোষণায় গ্রামীণফোনের সবগুলো প্যাকেজের ট্যারিফ রেট নেমে আসবে এক টাকার নিচে। আগামীকাল গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল এ সংক্রান্ত ঘোষণা দেবেন। গ্রামীণফোনের একটি সূত্র জানিয়েছে, বন্ধু প্যাকেজটির কলরেট হবে মিনিটে ৯৯ পয়সা। এর বাইরে বাড়তি সুবিধা হিসেবে থাকবে ৭টি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (এফএনএফ) নম্বর বেছে নেওয়ার সুযোগ।

সহজ প্যাকেজের গ্রাহকরা যে কোনো অপারেটরেই ৭৯ পয়সা মিনিটে কথা বলার সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে কোনো এফএনএফ নম্বর থাকবে না। আপনের কলরেট ১ টাকার একটু বেশি হবে। তবে সেখানে ৩ সেকেন্ডের পালস যোগ করা থাকবে। এভাবে একটি প্যাকেজকে চারটি ভাগ করা হলেও তাতে গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে মনে করছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

তারা বলছেন, গ্রাহকরা এখন অনেক সচেতন। যাচাই-বাছাই করে তারা সেরা সুবিধাই পেতে চান। নতুন সিমের ক্ষেত্রে গ্রামীণফোন মূল্য নির্ধারণ করেছে ২৯৯ টাকা। এর মধ্যে ২০০ টাকাই আবার বোনাস হিসেবে ফেরত দেওয়া হবে গ্রাহককে। তবে বোনাস ফেরত দেওয়া হবে প্রতিমাসে রিচার্জের মাধ্যমে।

সূত্র : দৈনিক সমকাল। দুটি AD দেখুন GP এর(ফানি ) ১/গন্ডার এর আরেক নাম GP গ্রামীণফুন। ২/GP (Grameen Phone) এর লাইগা সায়েন্স জোনের বানানো এ্যাড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।