আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যাবাদীরা নরকে যায়!



আম চুরি করতে একটি ছেলে গাছে উঠেছে। গাছের মালিক হাতেনাতে তাকে ধরে ফেলল। " ওই বদমাশ, আমার আমগাছে কি করিস?" "ইয়ে আংকেল, কয়েকটি আম মাটিতে পড়ে ছিল , ওগুলো গাছে তুলে রাখছি"। ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ যখন আপনি একাকীত্ব বোধ করবেন, আয়নার সামনে যাবেন এবং বলবেন " সত্যিই আমি অনেক সুন্দর"। আপনার খারাপ লাগা টা কমে যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করবেন না কারণ, জানেনইতো মিথ্যাবাদীরা নরকে যায়! ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ ভিখারি : স্যার, ২টা টাকা দেন। পথচারী : আরে একটু আগেইতো তোমাকে ২ টাকা দিলাম। ভিখারি : অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই দেশের এই অবস্হা। ::: সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।