আমাদের কথা খুঁজে নিন

   

Kolkata Knight Riders এর শুভ সূচনা

Every emotion have a feelings. But every feelings have no emotion.
Kolkata Knight Riders এর শুভ সূচনা। IPL 2010 এর উদ্বোধনী ম্যাচে গতকাল রাতে Kolkata Knight Riders ১১ রানে হারিয়েছে গতবারের (IPL-2009) চ্যাম্পিয়ন Deccan Chargers কে। টানটান উত্তেজনার এই ম্যাচে Deccan Chargers অধিনায়ক AC Gilchrist টচে জিতে Kolkata Knight Riders এর অধিনায়ক Sourav Ganguly কে ব্যাট করার আমন্ত্রন জানান। অধীর আগ্রহে তখন টিভি সেটের সামনে বসে আছি আমার প্রিয় দল Knight Riders এর খেলা দেখার জন্যে। কিন্তু ওই যে কথায় আছে না, যাকে বেশী ভালবাসা যায় তার প্রতি পদে পদে মনের মাঝে সামান্যতম হলেও অমঙ্গল আশঙ্খা হয়।

ব্যাটিং এর শুরুতেই আমার সেই আশঙ্খাকে সত্যি করে দিয়ে ইনিংসের প্রথম বলেই Kolkata Knight Riders প্রথম উইকেটের পতন। চামিন্দা ভাসের করা ওই একই ওভারে Ganguly ও যখন আউট হয়ে গেল। Hodge কে নিয়ে একটু আশা ছিল কিনতু BJ Hodge ও যখন ফিরে গেল তখন আশা ছেড়ে দিয়েছি। এরপর Mathews আর OA Shah -র শতরানের জুটির কল্যাণ্যে Kolkata ২০ ওভার শেষে যখন 161-4, তখনও ভাবিনি আজ কলকাতা জিতবে। জবাবে Deccan Chargers যখন ৩ ওভারেই ৩০ রান তুলে ফেলল তখন আর কোনই আশা খুজে পেলাম না।

কিন্তু Gilchrist এর বিদায় এর পরই মূলতঃ কলকাতার নাটকীয়তার শুরু। এরপরের ঘটনা......... কলকাতার বোলারদের অসাধারন বোলিং এ একের পর এক ফিরে গেছে Gibbs,Symonds,Rohit Sharma -রা আর বিনিময়ে আমার অসম্ভব প্রিয় Sourav Ganguly -র কলকাতা পেয়ে গেল ১১ রানের মত মাতানো এক জয়। Dav Whatmore আর Wasim Akram -এর পদার্পনে Knight Riders শিবিরে যে উন্নয়নের ছোয়া লেগেছে তা বুঝেই কিনা আমার মতো লক্ষ কোটি দর্শক এবার কলকাতার হাতেই IPL 2010 এর শিরোপা দেখার প্রত্যাশায় বুক বেধে রইল। স্কোর কার্ড Deccan Chargers v Kolkata Knight Riders Kolkata Knight Riders won by 11 runs IPL-2010 সংযুক্তি : ১. IPL-2010 Fixture And Schedule ২. Kolkata Knight Riders
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।