অজানা কিংবা অদেখা,
অদূরে কিংবা দূরে,
বেসুরে কিংবা সুরে,
অবচেতনে কিংবা অজান্তে.।.
অচেনাতে বাস, অচেনাতে ফেলি মোরা শাস.।.।
অবিশাসে কিংবা বিশাসে,
দুর আলোকে ছুতে চাওয়া,
দুর তবু দূরে থাকে,
অবচেতনে কাছে আসে,
চেতনাতে হয় আমার ফেরা,
ফিরে আসা হয় চেনা আমার,
ফেলে আসা হয় অচেনা যা কিছু তুমার,
অপরিচত কোন এক তুমি
জানতে চাও কে আমি,
অপরিচিত আমার আমি,
ফিরে পাই খুব চেনা আমায়,
খনিক অচেনা সময়ের পর,
খনিক তুমার স্রিতির ঝড়ের পর,
চেনা কিংবা অচেনা,
জানা কিংবা অজানা,
আমার পথে আমারই হয় নিত্ত হাটা,
একা কিংবা সংগে করে চেনা ছায়া..।.।.।.।।
*** ডেইজি****
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।