পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
এইতো কিছুদিন হলো নিউজল্যান্ড থেকে টেষ্ট ও ওয়ান্ডে সিরিজ খেলে আসলো আমাদের টাইগাররা। রেজাল্ট কি ছিল তা আর বলার দরকার নাই। তবে সিরিজ নিয়ে আমাদের দেশের লক্ষ কোটি প্রাণের কি চাওয়া ছিল? চাওয়া আর পাওয়ার সমীকরণে কি বলে?
আর মাত্র ত্রিশ মিনিট বাকি নিজ দেশে ইংল্যান্ডের সাথে টেষ্ট খেলা। কোটি মানুষের মত আমিও একবুক আশা নিয়ে খেলা দেখবো।
তবে দেশের মানুষ ঘুম থেকে উঠে খেলা দেখবে আর আমি ঘুমালে খেলা দেখতে পারব না তাই খেলা দেখেই ঘুমাবো, যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে।
অষ্ট্রলিয়া বা অন্যান্য দল র্যাংকিং এ একএ থাকলেও টেষ্ট ম্যাচ আসলে কেন যেন ইংল্যান্ডের নাম একটু অন্যভাবেই নেয়া হয়। কারণ তাদের আছে টেষ্ট ক্রিকেটের গৌরবময় ইতিহাস। আর আমাদের? আমাদের আছে একবুক আবেগ আর কিছু স্বপ্ন।
তাইতো আজকের খেলা শেষ হবার আগ পর্যন্ত আমরা হারতে নারাজ।
বরং স্বপ্ন দেখি জয়েরই। বিভি্ন্ন ভাবে আমাদের স্বপ্নের ডালাপালা গুলো বারতে থাকে। আ:হ তামীম যদি আজকেও সেন্চুরি মার্তে পারে? অপিনিং জুটিটা যদি গত কিছুদিনের মত ভাল হয়। সাকিব যদি একটু ভাল খেলে তবে সেও টেষ্ট র্যাংকিং এ একএ আসতে পারে। মুশফিক, মাহমুদুল্লাহ দারুন ফর্মে আছে।
ওদিকে ইংল্যান্ড আবার স্পীনে দূর্বল। পিটারসন ফর্মে নাই। আম্পেয়ারিংটা যদি একটু ভাল হয় তবে ভাল একটা রেজাল্ট আমরা পেতে পারি। এমন আশা নিয়েই খেলা দেখতে বসলাম। আমার মনে হয়, শুধু আমি না আমার মতো হাজারো প্রাণ একই স্বপ্ন নিয়ে খেলা দেখতে বসছেন।
তবে, কেউ কি জানে আমাদের এই স্বপ্ন গুলো কি সত্যি হবে নাকি আবর্জনায় রুপ নিবে।
হে আল্লাহ আমাদের সহায় হোন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।