বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com
মাইক্রোসফটের বিল গেটসকে পিছনে ফেলে দিয়ে এবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মেক্সিকোর কার্লোস স্লিম হেলু৷ তার মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শ' ৫০ কোটি ডলার৷
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘ফোর্বস' বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বুধবার৷ ধনীদের তালিকা প্রকাশ করাটা ফি বছরের নিয়মিত কার্যক্রম এই পত্রিকাটির৷ টেলিকম ব্যবসায়ী ৭০ বছর বয়স্ক স্লিম হেলু এবং তাঁর পরিবারকে টেলিকম ম্যাগনেট হিসাবেই খেতাব দিয়েছে ফোর্বস৷
ফোর্বসের তথ্য অনুসারে ২০১০ সালে শীর্ষ ১০ ধনী ব্যক্তির একত্রিত সম্পদের পরিমাণ ৩৪ হাজার ২শ' কোটি ডলার৷ এক বছর আগে শীর্ষ ১০ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ছিল ২৫ হাজার ৪শ' কোটি ডলার৷
দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শ' কোটি ডলার৷ ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত দ্বিতীয় বারের মত বিল গেটস তাঁর সেরা ধনীর খেতাবটি হারালেন৷ তৃতীয় শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট তাঁর সম্পদের পরিমাণ ৪ হাজার ৭শ' কোটি ডলার৷
ভারতের পেট্রোপণ্য ব্যবসায়ী মুকেশ আম্বানী ও ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন৷ মুকেশ আম্বানীর মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯শ' কোটি মার্কিন ডলার এবং লক্ষ্মী মিত্তলের ২ হাজার ৮শ' ৭০ কোটি মার্কিন ডলার৷
বিশ্বের ষষ্ঠ শীর্ষ ধনী হিসাবে নাম রয়েছে যুক্তরাষ্ট্রের ওরাকেল'এর লরেন্স ইলিসনের৷ তাঁর ২ হাজার ৮শ' কোটি ডলারের সম্পদ রয়েছে৷ ৭ম স্থানে রয়েছেন ফ্রান্সের এলভিএমএইচ লাক্সারি গুডসের ব্যার্না আর্নো৷ তার সম্পদের পরিমাণ ২ হাজার ৭শ' ৫০ কোটি মার্কিন ডলার৷
ব্রাজিলের খনি ও তেল ব্যবসায়ী আইকে বাতিস্তা ৮ম স্থান অর্জন করেছেন এবং তার সম্পদের পরিমাণ ২ হাজার ৭শ' কোটি মার্কিন ডলার৷ স্পেনের বস্ত্র ব্যবসাযী আমানসিও ওর্তেগা হলেন নবম শীর্ষ ধনী৷ তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৫শ' কোটি মার্কিন ডলার৷ জার্মানির ‘আল্ডি স্যুড' সুপারমার্কেটের মালিক কার্ল আলব্রেশট৷ তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৩শ' ৫০ কোটি মার্কিন ডলার৷
বিশ্বের একাদশ সম্পদশালী হলেন সুইডেনের ইংভার কামপ্রাড ও তাদের পরিবার৷ দ্বাদশ অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টি ওয়ালটন ও তার পরিবার৷ ত্রয়োদশ ধনী হলেন সুইডেনের এইচ ও মাউরীটজের স্টিফেন পারসন৷ চতুর্দশ ধনী হলেন হংকংয়ের লী কা-সিং৷ যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের জিম ওয়ালটন ১৫তম স্থানে রয়েছেন৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।