কোথাও কেউ নেই একবার এক ধনী ব্যক্তি তার ছোট
ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন। তিনি তার
ছেলেকে বোঝাতে চেয়েছিলেন যে গরীব
মানুষরা কিভাবে জীবন যাপন করে।
তারা দুইদিন একটি গরীব পরিবারের
সাথে থাকলেন। বাড়ি ফেরার পর
ধনী লোকটি ছেলেকে জিজ্ঞেস করলেন, “এই
দুইদিন কেমন কাটল?”
ছেলেটি উত্তর দিলো, “দারুন বাবা!”
“দেখলে, গরীব মানুষেরা কিভাবে জীবন যাপন
করে?” “হ্যাঁ, দেখলাম। ”
“তাহলে এখন আমাকে বল এই দুইদিনে তাদের
কাছ থেকে তুমি কি শিখলে?” ছেলেটি বলতে শুরু করল... " আমি দেখলাম...আমাদের একটি কুকুর, আর
তাদের চারটি।
বাগানের মাঝখানে আমদের
একটি ছোট্ট সুইমিং পুল আছে, আর তাদের
আছে এক বিশাল নদী যার কোন শেষ নেই।
রাতে আলো দেওয়ার জন্য আমাদের আছে দেশ-
বিদেশের কতগুলো বাতি, আর তাদের আলো দেওয়ার জন্য আছে হাজার হাজার
তারা এবং জোনাকি। বাড়ির সামনে আমাদের
আছে দেয়ালে ঘেরা ছোট একটা বাগান, আর
তাদের আছে বিস্তৃত সবুজ মাঠ। অন্যরা আমাদের
সেবা করে, আর তারা অন্যদের সেবা করে।
আমরা টাকা খরচ করে খাবার কিনি, আর তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে।
বিপদ থেকে আমদের রক্ষা করার জন্য
আছে ইটের দেয়াল, আর তাদের রক্ষা করার জন্য
আছে তাদের অসংখ্য বন্ধু এবং প্রতিবেশী। ছেলের এই কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে যায়। ছেলেটি আরও যোগ করে, “আমরা যে খুব গরীব
সেটা আমাকে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ
বাবা। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।