আমাদের কথা খুঁজে নিন

   

'নিখোঁজ সদস্যকে' খোঁজার সময় নেই র‌্যাবের!

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

নয় মাস ধরে 'নিখোঁজ' নূরনবী চৌধুরী নামে র‌্যাবের এক কনস্টেবলকে খোঁজার 'সময়' পাচ্ছে না র‌্যাব। বিভিন্ন মানবাধিকার সংগঠনের চোখে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে অভিযুক্ত তথাকথিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার টেলিফোনে বলেছেন, "আমাদের অনেক কাজ রয়েছে। নিখোঁজ র‌্যাব সদস্যকে খুঁজে বের করা তো আমাদের পক্ষে সম্ভব না।

" তবে এ সংবাদের প্রতিক্রিয়ায় র‌্যাবের জনসংযোগ কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ সোহায়েল রাত পৌনে ১১টায় টেলিফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি। সবগুলো ব্যাটালিয়নকে বলা হয়েছে। প্রতিটি থানাতেও সমন পাঠানো হয়েছে। " র‌্যাব পরিচয়ে ধরে নেওয়ার পর নিখোঁজ হওয়ার কয়েকটি ঘটনায় বেসরকারি সংস্থা অধিকার তাদের তদন্তে র‌্যাবের সংশ্লিষ্টতা পেয়েছে। এরকম কয়েকটি ঘটনা জাতীয় মানবাধিকার কমিশনও তদন্ত করছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে নূরনবীর স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, নয় মাস ধরে তার স্বামীর কোন খোঁজ নেই। ইয়াসমীন জানান, নূরনবীকে গত বছরের ৩০ এপ্রিল র‌্যাব-৩-এর টিকাটুলী কার্যালয় থেকে উত্তরার র‌্যাব-১ কার্যালয়ে পাঠানো হয়। তিনি জানান, খুলনার মেট্রোপলিটন পুলিশ থেকে ঢাকার খিলগাঁয়ে র‌্যাব-৩ কার্যালয়ে যোগ দেন নূরনবী। মামুন মাহমুদ বলেন, "নূরনবীর স্ত্রী অভিযোগ করেছেন, তাকে মেরে আমরা গুম করেছি। কিন্তু মানুষ মেরে গুম করা তো আমাদের কাজ নয়।

" সংবাদ সম্মেলনে ইয়াসমীন বলেন, "গত বছরের ৫ মে আমি স্বামীর খোঁজে উত্তরার র‌্যাব হেড কোয়ার্টারে যাই। তার সহকর্মীরা জানান, নূরনবীর মোবাইল সেট ও ব্যবহারের জামা কাপড় বিছানার ওপর পড়ে ছিল। কিন্তু ৩ তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কাপড় চোপড় একজন কর্মকর্তার কাছে আছে। তবে কমান্ডিং অফিসারের সঙ্গে চেষ্টা করেও আমি দেখা করতে পারিনি।

" এ ঘটনার বিবরণ দিয়ে বিমানবন্দর থানায় তিনি একটি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ইয়াসমীন। সেসময় র‌্যাব-৩ এর পরিচালক (কমান্ডিং অফিসার) ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন। বুধবার ইয়সামীন বলেন, "৩ মে রাত ৮/৯টার দিকে অন্য একটি মোবাইল ফোন থেকে স্বামী আমাকে বলে, 'আমি খুবই বিপদের মধ্যে আছি, আমার জন্যে দোয়া করো। বাসায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করার মতো সুযোগ আমার জীবনে হয়তো আর কোনদিন নাও হতে পারে। তোমরা গ্রামের বাড়িতে চলে যাও।

' এরপর থেকে আর স্বামীর কোন খোঁজ পাইনি। " নূরনবীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমি এখানে যোগদানের আগে ঘটেছে। তবে যতদুর জানি, নূরনবী মানসিক সমস্যায় ভুগছিল। তার আচরণ র‌্যাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে তাকে ফেরত পাঠানোর জন্যে সদরদপ্তরে পাঠানো হয়েছিল।

কিন্তু তার আগেই সে পালিয়ে যায়। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।