আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধ কিংবা সংলাপে স্বাগতম: যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়া



উত্তর কোরিয়া আজ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ও সংলাপ উভয়টির জন্যেই প্রস্তুতির কথা ঘোষণা করেছে। পাশাপাশি দেশটি মার্কিন সামরিক হুমকির মোকাবেলায় পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা জোরদার করবে বলেও জানিয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেছেন,মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শান্তির আহ্বানকে গুরুত্ব না দিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে উত্তর কোরিয়াকে দমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া প্রায় ৪০ হাজার সৈন্যের অংশগ্রহণে গতকাল থেকে যৌথ সামরিক মহড়া শুরু করায় উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হুমকি ও অর্থনৈতিক অবরোধসহ নানাভাবে উত্তর কোরিয়াকে দুর্বল করার চেষ্টা করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।