আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কোন প্রকার ক্রিকেট ?



কাল ছিলো বাংলাদেশ ''এ'' দল আর ইংল্যান্ডের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন ( অন্য ভাষায় আশরাফুলের ভাগ্য নির্ধারনী দিন)। আশরাফুল ৩০ রানে আউট হইবার পর খেলাটি তামাশায় পরিণত হয়। অধিনায়ক কুক (ব্যাটসম্যান) আর ব্যাটসম্যান কারবেরী বোলিং শুরু করেন। ফলে বাংলাদেশ নতুন একজন ব্যাটসম্যান পাইয়া গেলো। তাহার নাম ডলার মাহমুদ।

তিনি পেসাররূপে পরিচিত ছিলেন। কাল করিলেন ১৬ বলে অপরাজিত ৬৬ রান। তিনি ৭টি বাউন্ডারী আর ৬টি ছক্কা মারেন। ফলে পেস অলরাউন্ডারের যে অভাব আমরা বোধ করিতাম তাহা দূরীভূত হইল। ডলার মাহমুদকে আমরা ইয়ান বোথাম না কপিল দেব না ইমরান খান না ওয়াসিম আকরাম ডাকিব তাহা নিয়া গুরুতর দ্বিধায় পড়িয়াছি।

অন্যদিকে শুভাগত করেন ৩০ বলে অপরাজিত ৯১ রান। ১০টি চার আর ৮টি ছক্কা মারেন তিনি। ৫ উইকেটে ১৭৩ রানে রাখিয়া যেইসব দর্শক চা,পান, বিড়ি খাইবার জন্য বাহিরে গিয়াছেন মাত্র ৯ ওভারের ব্যবধানে মাঠে ফিরিয়া দেখিলেন বাংলাদেশ ৬ উইকেটে ৩৬২ রানে আছে। ৯ ওভারের ব্যবধানে বাংলাদেশের ভান্ডারে আসিলো নগদ ১৮৯ রান !!! এমন মারমার কাটকাট ব্যাটিং দেখিতে না পাইয়া তাহারা ভিরমী খাইয়াছেন। রাগে দু:খে চুল ছিঁড়িয়াছেন, টাক চাপড়াইয়াছেন।

পর্তুগীজ ফুটবল কিংবদন্তী ইউসেবিউ বলিয়াছেন, পেলের মতো ফুটবল আমি শুধু স্বপ্নেই খেলিয়া থাকি। কাল ডলার এবং শুভাগত যে ব্যাটিং করিলেন তাহার পর শাহীদ আফ্রিদী বা জয়সুরিয়া বা ধোনী বলিবেন, ডলার এবং শুভাগতের মতো ব্যাটিং আমরা শুধু স্বপ্নেই করিয়া থাকি। এইরূপ বিনোদনময় ক্রিকেট দেখিয়া আমার মতো বেরসিকের দুইখানা প্রশ্ন- ক. এতো ভালো খেলার পরেও রুবেল বা শুভাগত দলে নাই কেন ? খ. ইংল্যান্ডের ফান করিবার জন্য আমরা টাকা খরচ করিয়া ম্যাচ আয়োজন করিলাম কেন ? ইংলিশ ফিল্ডাররা বাউন্ডারির বাহিরেও নাকি ফিল্ডিং করিয়াছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।