আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাগ্রন্থ পাতার পুঁথিঘর: কবিতা: ভাষাশহীদ স্টেশন

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

কবিতার মুখে লাগাম পড়ালে বিষণœ হয়ে ওঠে মেঘালয় বিকেল। দীঘল পথের লগে চরম বিদ্রোহ করে কমলা ভট্টাচার্যের লাল খুন। জলপানি ভুলে তারপরও কবিতার কথা বলে শিলচরের স্বতস্ফূর্ত প্রমিলা সে বলে কবিতারা একদা ওপারে ছিল, তারপর ভাগাভাগি রাগারাগি শেষে ওপারেই থিতু হলো তারা; সঙ্গে ছিল ভাষাপ্রাণ রাধারমণের ধামাইল, স্মৃতির এক চিলতে পুকুরে তিথপুঁটির নাচ, ধানকাটা খেতের ঝরঝর ধানের হিজা লুড়া বালিকার মমতাসিক্ত হাত আর বরষার জলথৈথৈ ধানকিত্তার মহাকাব্যিক আয়েশী দড়াটানা এরকম মাতাল করা স্মৃতি কমলাদের ডাকছিল। তারা সবাই আসামী হয়েছিল আসামী (বাংলা) ভাষার। টগবগে যৌবন ফুটছিল রাজপথে বোবা অক্ষর হয়েছিল প্রেরণার ট্রিগার, খাণ্ডবদানব পালিয়েছিল মৃত কমলার লাল চোখ দেখে এভাবে সর্বকালেই কবিতারই জয় হয় জয় হয় বঙ্গ মানুষের বিরল অক্ষরের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।