আমাদের কথা খুঁজে নিন

   

্মাত্র শুরু করচি বেশী কিচু নাইক্কা তারপড় ও এখন খুব আরামে আচি, নিজেই বস হইচি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

ইন্টারনেট জগতে প্রবেশ করিয়া জীবনের প্রথম দেখলাম ইয়াহুর ওয়েব পেজ ক্লিক মারিলেই মজা একটার পর একটা পেজ চলে আসে। নানান খবর কত ছবি বিশাল আনন্দ। তারপর বেশিদিন লাগে নাই ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট করা শিখতে। হায়রে চ্যাটিং। কত না মজা লাইগত তহন।

চ্যাটিং করতে করতে এক মাইয়ার প্রেমে পইড়া গেলাম। কোন দেশ কি পরিচয় জানতে চাইয়েন না। তার লাইজ্ঞা গিফট কিন্না পাঠাইতে গেছিলাম মাগার পাঠানোর খরচের কতা শুইন্না ফেরত আইতে বেশী সময় লাগে নাই। তারপর ধরলাম মোবাইলে ফোরামিং কিন্তু শান্তি নাইক্কা মোবাইলের বেবাক টাকা কোন ফাক দিয়া উইড়া চইলা যায় বুজতেই পারি না তাই সেইডাও ছাড়লাম। একদিন গূগল মামারে জিগাইলাম যে বাংলায় কোন ফোরাম আছে নি সে সাথে সাথে বাইর কইরা দিল বাংলা ফোরাম।

ঝাপ দিয়া দেখি বিশাল মজা অফিসের কাম সব চাঙ্গে তুইল্লা শুরু করলাম ফোরাম জীবন ৩ টা বছর কেম্নে কাটাইলাম কইতারিনা। তারপর ৩ বছর শেষে দেখি ফোরামে তেল আর ঘি এর দাম সমান কোন কোন ক্ষেত্রে বেশী মেজাজটা বিগ্রাইয়া গেল লাথথি মাইরা চইলা আসলাম দিলাম বাংলা ফোরাম ছাইড়া। ভাইব্বা চিন্তা চারজনে মিল্লা দিলাম একটা ফোরাম খুইল্লা। নাম হইল দেশ ফোরাম । ্মাত্র শুরু করচি বেশী কিচু নাইক্কা তারপড় ও এখন খুব আরামে আচি।

নিজেই বস হইচি। আপ্নেগো বেবাক্তের আমন্ত্রন রইল একবার ঘুইরা আইসেন আমার ফোরাম থন আমার ফোরামটা দেইক্কা কারো কোন গঠনমূলক কতা কইলে আনন্দ পাইতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।