শুধুই দেখি...
পরামর্শ পোস্ট: ব্লগিং কী জিনিস...আর সামহোয়ার কী জিনিস তা নতুন কাউকে কীভাবে বোঝাবো.।
যদিও নিজে আমি ততটা একটিভ ব্লগার নই, তবুও আমি এই ব্লগের একজন ভালো পাঠক।
অনেক পোস্ট আমি পড়ি অফলাইনে। আমার ভালোই সময় কাটে অফিসের ফাকে ফাকে ব্লগ পড়তে।
আমি যদি বাংলাভাষার এই সবচে বড় অনলাইন কমিউনিটিকে কারো সাথে পরিচয় করায়ে দিতে চাই,,,,তাহলে কী ভাবে করা যায়?
সাহিত্য-মনস্ক কেউ হইলে তো সে এমনেই মজা পাবে এইখানে তার লেখাগুলো প্রকাশ করতে পারবে বলে। কিন্তু অন্যদের কীভাবে বলবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।