ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
রামধনুর নিজস্ব রঙ
-আবু মকসুদ
সবে হলো শুরু, ঋতুকাল
আকাশে ছেয়ে গেলে তৃতীয় নয়ন
নির্জন রামধনুর নিজস্ব রঙ
নির্ভুল সমীকরণে অঙ্ক কষে,
দীর্ঘ রাতের বাঁশি খুঁজে দর্পণসম্ভার।
বুনো সাপ হেটে যায় বুকের ভিতর
অব্যক্ত মধুর ধ্বনি ছুঁয়ে, নামহীন পাখি
বৃষ্টিভেজা গাছের ছায়ায় ঝাপটায় ডানা,
ভিনদেশী গল্পের নাবিক কাছে এলে
শরীর আন্দোলিত হয় উদ্দীপনার রেশে।
জ্যোৎস্নার পরীদের সমুদ্যত ডানা
ভাঙে ঋতুকাল, প্রখর সূর্যতাপে দুরন্ত বৃষ্টি
ঝরে ফোঁটা শরত , ফোঁটা ফোঁটা পাপড়ির আলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।