আমাদের কথা খুঁজে নিন

   

শেমিজের শোকগাঁথা

সকলেই কবি নয় কেউ কেউ কবি...

শেমিজের শোকগাঁথা কাজল রশীদ উড়াল বেলায় দেবদূতের গানে মগ্ন হই সোনালী স্বরের আকাঙ্খায়- প্রলোভিত পথ, জেনেও ঝাঁপিয়ে পড়ি গহীন বাস্তবে নদীতে মাছের বড্ড অভাব আজ… যেমন অভাব কাক ও কোকিলের যুগপৎ ডাকাডাকি । সহসাই দাঁড়িয়ে থাকি পরাজিত কর্তিত সময়ে । দিবারাত্রি উপহাসের নদীতে কাটি সাঁতার বিরহী মীনের মতো ঘুরতে থাকি ঐন্দ্রজালিক স্রোতে প্রথার সমাধিতে রচিত হয় শ্রমের প্রশ্বাস । শেমিজের স্তনযুগলে জলবসন্তের দাগ তবুও নমস্য করে অন্ধ নাবিক । নাভিমূলে রিপু যন্ত্রণা ক্রমাগত ফুঁড়ে উঠে প্রতারিত মারুদন্ডে । ধুলোমাখা সখীর ছেঁড়া শেমিজে ধূসর বোতাম ভুল ইস্টিশানে হুইসেল বাজিয়ে যাচ্ছে ক্ষয়িত দূর্বাদল । দীর্ঘ কোরিওগ্রাফির পরও দেহতত্ত্বের বীজ শুকিয়ে যায় "বনেদী উদ্ভিদের জ্যামিতিক মুঢ়তা- শেমিজের শোকগাঁথায়…"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.