যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।
সূর্যের গায়ে আজ নুন ছিটা। ভোরে; হরিতকীর
পুরুষ্ট বাকলে ক'ফোঁটা গত রাত্রি লেপ্টে আছে; আর
এখানে ওখানে লবনাক্ত সূর্যালোক; খানিক ছায়া মেখে
শ্যাওড়ার ঝোপে নিদ্রিত কেউটের ফনা; ঝুম চাষের আজ
যায় বেলা।
ওখানে ভাঁড় ভরা জোৎস্না ছিল; চেটে পুটে খেয়ে গেছে
বন ময়ূর; তার ঝরা পালকে শিশিরের নামাবলী। পদ
রেখা ভরা নুড়ি; জংলা-চর পাখির পাঁচালী গত সাঁঝে
ঘরে গেছে; আজ বেলা হয় , বেলা হয়, ফেরেনি
মাকড়-লোভী-চঞ্চু কোন।
তোমার ছেলে ঘরে ফেরেনি কাল সাম্পান ভাসাবার পর।
টিলার ওপারে তুমি কান্না রেখে গেছো নৈবদ্য, দগদগে
বিষাদ টিলায় ঠোকর খেতে খেতে পদ্মার দিকে
ব্রক্ষ্মপুত্রের দিকে পাল তুলে ভেসে যায়।
লোবান গন্ধ জ্বেলে ধ্যান ঘরে যে কথা ছড়াও; জলচরা
শ্যাওলা তোমার কুটির ছুঁইয়ে সে কথার ধূপধূনো নিয়ে
নেমে আসে সমতলে ; আমাদের বধির ঈশ্বর মাথা ঝুঁকিয়ে
নাচেন প্রেক্ষাগৃহের লাল আলোয়, নীল আলোয়।
জংলা সবুজ
তার প্রিয় বসনের রঙ।
আমি শোক লিখি; পাহাড় কন্যা ; পাহাড়ের বাঁকা পবিত্ররেখা
লাইনের পর লাইন অনুদিত হতে থাকে আমার শ্লোকগাথায়।
তোমার প্রিয় প্রানগুলো গহীন অরণ্যের দোঁআশে পলিতে
একেকদিন উন্মাতাল চান্নি পসরে যে
গাঁথা গায়; আমি তার এস্রাজ বাদক; সমতলের
লজ্জা ঢাকি ক্লিষ্ট শব্দের ভাঁজে, সন্ধি-সমাস-প্রকরণে।
৭ মার্চ ২০১০
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Maelstrom
by Salvador Dalí )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।