আমাদের কথা খুঁজে নিন

   

' আমি যদি হুকুম দেবার না ও পারি '



আমাদের চারপাশে তখন অবিনাশী উত্থানের গান সূর্যদেব আর মানুষের পদযুগল মিশে গেছে আলোর উজ্জ্বল মহাসড়কে। কোনো বেদী নেই , ফুল নেই শুধু একটি বজ্রকন্ঠের প্রতীক্ষায় এলো হাওয়া উড়িয়ে যাচ্ছে নারীর তাঁতশাড়ি আর পুরুষের গামছার ঢেউ। একটি মানচিত্রের জন্ম হবে বলে , লাখো প্রাণ এসেছে এই মিলনসমুদ্রে। পরস্পর তাকিয়ে দেখছে একে অপরের মুখ। কী বলবেন তিনি ? কখন আসবেন সেই মহান পুরুষ ! মাত্র সতেরো কিংবা আঠারো মিনিটেই তিনি বলে গেলেন আমাদের রক্তকথা। বললেন, '' যার যা কিছু আছে ..........'' বললেন - '' রক্ত যখন দিয়েছি, আরো রক্ত দেবো .......'' .......বললেন '' আমি যদি হুকুম দেবার না ও পারি ........'' একটি উদ্বাস্তু শালিক খুব দ্রুত উড়ে গেলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত । একটি সংবাদ রটে গেলো - বাঙালী মহান স্বাধীনতার জন্য আবারো দেবে শেষ রক্তবিন্দু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।