আমাদের কথা খুঁজে নিন

   

Freelance কাজ এবং আমাদের ভাবনা

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

গত ১৫ ফেব্রুয়ারী সামুতে ডাটা এন্টি কাজের উপর সহযোগীতা মূলক একটি পোস্ট লিখেছিলাম। যার ফলশ্রুতিতে অনেকেই আমাকে মেইল করে জানতে চেয়েছে। Freelance কাজ করার জন্য আইটি জ্ঞান কতটা জরুরী কিংবা Freelance কাজগুলোকি শুধুই আইটি এবং কম্পিউটার রিলেটেড। আজ আবার সামুতে এই পোষ্টটি দেখে মনে হলো Freelance বিষয়ে আমাকে মেইল করে জানতে চাওয়াদের সাথে আরো অনেকে ভাবনার বিষয়টির জন্য কিছু লিখি। যদিও বিষয়টি খুব সামান্য এবং এর আগে এ বিষয়ে হয়ত সামুতে অনেকেই লিখেছি।

Freelance কাজ করতে গেলে আপনাকে কিছুটা কম্পিউটার বা নেট সম্বন্ধে ধারনা থাকতে হবে এ কথাটি সত্যি। তবে এই সত্যিটি বিশালত্ব খুব বড় নয়। আপনি যদি সামুতে এসে লগিং করে এই লেখাটি পড়ে মন্তব্য করতে পারেন তবে ধরে নিবেন আপনি Freelance কাজ করার জন্য উপযুক্ত। আমার এই কথাটার পেছনে যুক্তিযুক্ত উদাহরণ বা ব্যাখা করতে গেলে বলতে হবে Freelance কাজ শুধু আইট বিষয়ভিত্তিক নয়। এর বাইরের Freelance হাজারো রকমের কাজ পাওয়া যায়া।

আমি বিষয় ভিত্তিক কোন বিষয় উল্লেখ না করে শুধু এতটুকু বলতে পারি, নেটে সব বিষয়ের উপরে সার্চ করে যদি ওয়েব পাওয়া যায়। তবে এই ওয়েব গুলোর কাজ করার জন্য, আপডেড করার জন্য সেই বিষযভিক্তিক মানুষেরও প্রয়োজন হয়। একজন ওয়েব ডেভোলপার শুধু ওয়েবের ডিনাইনটাই করে। ভিতরের কন্টেনগুলো কিন্তু আপনার আমার মত সাধারণ মানুষের কাছ থেকেই আসে। আর এই কাজগুলো্ই এখন ফ্রিল্যান্স করে ওয়েবে ছেড়ে দেওয়া হয় যার ভাগিদার আপনিও হতে পারেন।

Freelance কাজ করতে গেলে যে বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। ১। সব বিষয়ের প্রতি না গিয়ে আপনি নিজে যে বিষয়টি সবচেয়ে ভালো পারেন বা জানেন, সেই বিষয় ভিত্তিক কাজ খুজুন। এক্ষেত্রে পাওয়া কাজ গুলোর বিশ্বাস যোগ্যতার প্রশ্ন যদি আপনার সামনে এসে যায় তবে সামুর মত কমিউনিটি ওয়েব গুলো সাহায্য নিয়ে দেখুন আপনার আগেও অনেকে এ কাজগুলো করে এর বিশ্বাস ও অবিশ্বাসের ভিত্তিটা জেনেছে বা ঙেভেছে। ২।

কোন কাজ হাতে নেওয়ার আগে ভাল করেন বুঝে নিন কাজটি আপনি পারবেন কিনা। সামান্যতম সংশয় যদি থাকে তবে সে বিষয়ে অগ্রসর না হওয়াই ভালো। এতে করে আপনার ইমেজটা অক্ষুন্ন থেকে যাবে। আর এর বিপরীতে হলে আপনার এই কাজ পরবর্তী কাজের জন্য প্রতিবদ্ধকতা সৃষ্টি করবে। ৩।

কপি বা পেষ্ট না করে নিজেকে ইউনিক হিসাবে গড়ে তুলুন। যাতে আপনার কাজ দেখেই আপনাকে চেনা যায়। ৪। পৃথিবীর যে কোন বিষয়ই আয়ত্তে আনার জন্য, অধ্যবসায়, একনিষ্টতা এবং সময়ের প্রয়োজন হয়। তাই কাজ নামার আগে ভাল করে ভেবে দেখুন আপনি সিরিয়াসলি এ কাজ করবেন কিনা কিংবা কতটা সময় আপনি এ সবের জন্য ব্যায় করতে পারবেন।

যদি এ নিয়ে আপনার মনে সন্দেহ থাকে তবে এ সব বিষয় না এগিয়ে যাওয়াই ভালো। সর্বশেষে বলি মানুষের হাটা শিখতেও কিন্তু বছর খানি লেগে যায়। তাই শুরু করেই আয় না পেয়ে যদি অধৈর্য হয়ে যান তবে আপনার সময় শিখা দুটোই নষ্ট হবে। তাই লেগে থাকুন সফলতা অবশ্যই পাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।