সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
অশ্রুরেখা আঁখির পরে
একটি হৃদয় শান্ত ছিলো
হাস্য রসে জ্যান্ত ছিলো
মুগ্ধ গানের সূরে ছিলো
স্বপ্ন দু’চোখ জুড়ে ছিলো
মগ্ন সুখের টানে ছিলো
মত্ত খুশির বাণে ছিলো
তুমিই এনে দিলে সেথা সর্বনাশা দুখ
ভরলো গরল সত্ত্বাজুড়ে
চিতার অনল অন্তঃপুরে
অশ্রুরেখা আঁখির পাড়ে
সূর বিরহ বীণার তারে
শুন্য জগত হাহাকারে
ন্যুব্জ হৃদয় ব্যাথার ভারে
অন্ধকারের ছায়ায় ভরা শুষ্ক করুন মুখ
কেনো মোহন সূর ছড়ালে
প্রেম ফাঁদে এ মন জড়ালে
স্নিগ্ধ রুপে প্রাণ মাতালে
ভালোবাসার সাধ জাগালে
সুখের কথায় বুক ভরালে
স্বপ্ন দিয়ে চোখ জুড়ালে
চারটি দিনের জীবন থেকে তাড়িয়ে দিলে সুখ
এমনি স্মৃতি বক্ষে ধরে
দীর্ঘ জীবন কেমন করে
কাটবে নিঠুর ধরার পরে
মন কাননে উদাস স্বরে
গায় পাপিয়া বেদন ভরে
ভুলবে তারে কোন বাসরে
এই জীবনের শেষ ক্ষনে যে রাখবে পুষে বুক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।