আমাদের কথা খুঁজে নিন

   

সেরা রম্যরচনা



সৈয়দ মুজতবা আলীর লিখা বিভিন্ন রম্য রচনা নিয়ে প্রকাশিত সেরা রম্যরচনা বইটি পড়ে শেষ করলাম। দারুন বই। কিছু কিছু রচনা দুবার তিনবার করে পড়েছি। প্রতিবারই আলাদা করে ভাল লাগা জন্মেছে। সৈয়দ মুজতবা আলীর লিখার সাথে পরিচয় ক্লাস সিক্স বা সেভেন এ পড়ার সময়।

এখন আছে কিনা জানিনা, তখন আমাদের পাঠ্য বইতে রসগোল্লা নামে একটা গল্প ছিল। বাংলা পড়াতেন শাহীন ম্যাডাম। যে কোন গল্প বা কবিতা পড়ানোর আগে ম্যাডাম লেখক বা কবির মজার কিছু ঘটনা বলে নিতেন। এতে আমাদের আগ্রহ বেড়ে যেত। রসগোল্লা গল্পটি এমনিতেই মজার, গল্পটা সেদিন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল ম্যাডামের চমৎকার উপস্থাপনা ও উচ্চারণ শৈলীর কারনে।

গল্পটা এতই ভাল লেগেছিল যে, ঐ দিনই স্কুল লাইব্রেরী হতে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটি নিয়ে যাই পড়ার জন্য। আজ বহু দিন পর আবার রসগোল্লা গল্পটি পড়তে গিয়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।