আমাদের কথা খুঁজে নিন

   

ফোবানায় যোগ না দিতে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামীগের অনুরোধ

জামায়াত-শিবির-হেফাজতের নেতৃত্বে অনুষ্ঠিতব্য ফোবানা'র ২৭তম বাংলাদেশ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির আগমনের সংবাদে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে। আটলান্টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ডা. দীপুমনিকে ঐ সম্মেলনে না আসতে অনুরোধ করা হয়। অন্যথায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিরোধে যে কোন কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা সিটিতে ৩ দিনের এ সম্মেলন ৩০ আগস্ট উদ্বোধনের কথা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির। ২৫ আগস্ট আটলান্টায় জর্জিয়া আওয়ামী লীগের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় যে, এই সম্মেলনের জন্যে গঠিত কমিটির প্রেসিডেন্টসহ ৬৫% এর বেশী কর্মকর্তা বিএনপি-জামায়াতের সদস্য-সমর্থক।

সাম্প্রতিক সময়ে একাত্তরের ঘাতকদের বিচারের বিরুদ্ধে সিএনএন সেন্টারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে নেতৃত্ব দেন জসীমউদ্দিন। সেই জসীমউদ্দিন হচ্ছেন ফোবানার জন্যে গঠিত কমিটির প্রেসিডেন্ট। আটলান্টায় শেখ হাসিনা সরকার উৎখাতের শ্লোগানে অনুষ্ঠিত প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রায় সকলেই ঐ হোস্ট কমিটির সদস্য-কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জর্জিয়া আওয়ামী লীগের আহবায়ক মো. আলী হোসেন। এসময় আরও ছিলেন আওয়ামী লীগ নেতা মিন্টু রহমান, সলিমউল্লাহ সলি, দিদারুল আলম গাজী, নাদিরা রহমান, হুমায়ূন কবীর কাউসার, শেখ জামাল, রঞ্জিত বিশ্বাস, এমদাদুল ইসলাম, জর্জিয়া যুবলীগের আহবায়ক মোতাকিবুল ইসলাম পিকুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়,  ফোবানার সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আসবেন, এতে আমাদের আপত্তি  থাকার কথা নয়, কিন্তু যাদের উদ্যোগে এ সম্মেলন হচ্ছে তার মধ্যে হাতে গুনা ২/৩ জন রয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এছাড়া 'হোস্ট' হিসেবে ব্যবহার করা হচ্ছে 'বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া'র নাম। কিন্তু এ সংগঠনের নাম আগে কেউ জানতেন না অর্থাৎ এটি কম্যুনিটির পরিচিত কিংবা মূলধারার সংগঠন নয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, অবিলম্বে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবু্যনাল বিলুপ্তির দাবিতে ১৭ মার্চ আটলান্টায় সিএনএন সেন্টারের সামনে জামায়াত-শিবিরের প্রবাসী সমর্থকদের বিক্ষোভ-সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেছেন এই সংগঠনের প্রধান জসীমউদ্দিন। ছবি ও ভিডিওসহ সে সব ডক্যুমেন্ট বিভিন্ন সামাজিক মিডিয়াতেও বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ডা. দীপুমনি সহ অন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে জামায়াত-শিবির-হেফাজতের নেতৃত্বাধীন ফোবানায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে। ঐ সম্মেলনের সময়েই আটলান্টায় মুক্তিযুদ্ধের সমর্থকদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসব হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, ফোবানার ব্যানারে আরেকটি সম্মেলন হবে একই সময়ে কানাডার মন্ট্রিয়ল সিটিতে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।