আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।
ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবিরের প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদকঃ
ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবিরের প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদক। গতকাল এক বিবৃতিতে তারা তাদের উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, নূরুল কবিরকে বারবার হত্যার হুমকি দেওয়ার পর থানায় জিডি করা হয়। কিন্তু পুলিশ এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এটি উদ্বেগজনক। সংবাদপত্রের সম্পাদককে প্রাণনাশের হুমকি বাক স্বাধীনতা ও সংবাদপত্রের প্রতি হুমকি ছাড়া কিছুই নয় এবং এটি গণতন্ত্র বিকাশের অন্তরায়।
বিবৃতিতে স্বাক্ষর করেন : মাহবুবুল আলম (ইন্ডিপেন্ডেন্ট), গোলাম সারওয়ার (সমকাল), রাহাত খান (ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো), মাহফুজ আনাম (ডেইলি স্টার), রিয়াজউদ্দিন
আহমদ (নিউজ টুডে), আতিকউল্লাহ খান মাসুদ (জনকণ্ঠ), আবেদ খান (কালের কণ্ঠ), সালমা ইসলাম (যুগান্তর), মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), এএমএম বাহাউদ্দীন (ইনকিলাব), নাঈমুল ইসলাম খান (আমাদেরসময়), শ্যামল দত্ত (ভোরের কাগজ), মুনীরুজ্জামান (সংবাদ) ও কাজী রুকুনউদ্দিন আহমেদ (যায়যায়দিন)।
এছাড়াও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবিরের প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা নিউজ 24 ডট কম এর চীফ রিপোর্টার রফিকুল ইসলাম পথিক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।