আমাদের কথা খুঁজে নিন

   

নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে হত্যার হুমকি

সমাজ পচনস্তরের বিপ্রতীপ মেরুর এই বাসিন্দার পেট চলে শব্দ শ্রমিকের কাজ করে
এবার হত্যার হুমকি দেয়া হলো ইংরেজী দৈনিক নিউ এজ সম্পাদককে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার গাড়ীকে ধাওয়া করে কয়েকজন মোটর আরোহী। দেশের পদলেহকারী দৈনিক পত্রিকাগুলের বিপরীত মেরুতে সবসময় অবস্থান করেছেন এই সাহসী কলমযোদ্ধা। তত্বাবধায়ক সরকার আমলে যখন সব সম্পাদক ডিজিএফআই, এনএসআই'র তৈলবাজীতে ব্যস্ত তখন শাসকগোষ্ঠির রক্তচক্ষু উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম ন্যায়ভিত্তিক উচ্চারণ আসে তার কাছ থেকে। এরকম একজন ব্যক্তি শোষক গেষ্ঠির জন্য যে কোন সময়ই হুমকিস্বরূপ।

তাইতো গণতান্ত্রিক সরকারের সময়ও ব্যতয় ঘটেনি এর। একটি ফোন নম্বর থেকে কিছুদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। পত্রিকায় এমন খবর ছাপা হওয়ার পরও হুমকিদাতা তার ফোন বন্ধ করেনি। এতেই বোঝা যায় কাপুরুষ হুমকিদাতা কতটা মদদদাতাপুষ্ট। সামহোয়ার ব্লগে এ বিষয়ে একটি নিন্দা প্রস্তাব করছি।

আসুন আমরা কুৎসিত মানসীকতার এসকল লোভী হুমকীদাতাদের তীব্র নিন্দা জানাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।