বিসমিল্লাহে রাহমানির রাহিম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, কেউ যদি স্নেহ পরবশ হয়ে কোন এয়াতীমের মাথায় হাত রাখে, তবে তার হাতের নীচে যতগুলি কেশ আসবে, সেগুলির প্রতিটির বদলায় আল্লাহ পাক তাকে একটি করে নেকি দান করবেন। একটি করে গোনাহ মাফ করবেন এবং একটি করে দরজা উন্নত করবেন।
হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, কেউ যদি কোন এয়াতীমকে নিজের খাওয়া দাওয়ার সাথে শরীক করে লালন-পালন করে, তবে তার জন্য জান্নাত ওয়াজেব হয়ে যাবে। তবে সে ব্যক্তি যদি শেরক এর ন্যায় মহাপাপে জড়িত হয়ে নিজের উপর জাহান্নাম ওয়াজেব করে নেয়, তবে তা অন্য কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।