আমাদের কথা খুঁজে নিন

   

তাকাইও পেটের দিকে (ছোটগল্প)

এত লেখালেখির কি আছে তাইতো বুঝলাম না!!

১. পৃথিবীতে কেউ কেউ আসে শুধু কষ্ট ভোগ করতে। জীবনের প্রতিটি গলি ঘুপচিতেই তার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করে দুঃখ,বেদনা। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। তবে আমি অভাগা নই,অভাগী। অভাগার লিঙ্গ পরিবর্তন করলে অভাগী হয়,নাকি অভাগিনী হয়?আমি জানিনা।

আমার পড়াশোনা অতি সামান্য। আমি আমার বর্তমান অবস্থান বর্ণনা করি। আমি ধানমন্ডির একটি বাড়ির সবচেয়ে উপরতলার একটি চিলেকোঠায় আছি। সম্পূর্ণ বিবস্ত্র। আমার হাতদু'টির একটি উপরে ওঠানো আর একটি কোমড়ের কাছাকাছি।

উপরে ওঠানো হাতটি আমার মাথার পিছনে ধরা। আমার পায়ের অবস্থানও বর্ণনা করা দরকার। ডান পা'টি সামনে এবং তার একটু পিছনেই ডান পায়ের সমান্তরালে বাম পা রাখা। আমার মুখে আছে এক ধরণের বিষন্নতা। আর চোখে আছে এক ধরণের ভীত চাহনি।

অসাধারণ এই যে ভঙ্গিমাটিতে আমি আছি,তা অবশ্য আমার নিজের নয়,সামনের মানুষটির প্রচেষ্টায়। তার দেওয়া ইন্সট্রাকশনেই আমি এভাবে দাঁড়িয়ে আছি। তার চেহারা অবশ্য আমি এখন দেখতে পাচ্ছি না। বিশাল এক ক্যানভাসের পিছনে সে তার কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে ক্যানভাসের বাম প্রান্ত হতে মাথা বের করে আমাকে এক ঝলক দেখছেন।

তারপর আবার মুখ লুকাচ্ছেন ক্যানভাসের আড়ালে। এভাবে আমাকে মনে হয় আরও দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। খুবই কঠিন কাজ। বিরক্তিকর কাজ। তবে আমার অভ্যাস আছে।

তাছাড়া যখনই বিরক্তির চরম সীমানায় পৌঁছে যায়,তখনই মনে মনে ভাবি.......আর মাত্র অল্পকিছুক্ষণ......তারপরইতো আমি হাতে নগদ টাকা পাব। যেই টাকা দিয়ে কিনতে পারব ছোট ভাইয়ের জন্য রুটি,অসুস্থ্য বাবার জন্য অসুধ,মায়ের গা ঢাকার মত কাপড়। ২. অসাধারণ চিত্রকর্মটির দিকে আমি এই মুহূর্তে তাকিয়ে আছি। কি সুন্দর!এই ছবির অপরূপ অপ্সরীটিই আমি! কি অবাক কাণ্ড! চিত্রকর্মটি যে কেউ কিনে নিবে। হয়তোবা এটি কোন গ্যালারীতে শোভা পাবে।

সকলে অবাক বিষ্ময়ে আমার নগ্নগাত্রের উপর চোখ বুলাবেন। মনে মনে হয়তোবা বলবেন,....."অপূর্ব"...... তাদের কারো চোখ কি আমার মাথা হতে বুক বেয়ে নিচে নামতে গিয়ে আমার পেটে আটকে যবে?কেউ কি একবারও ভাববে মেয়েটির এই ভঙ্গিটির পিছনে কিসের হাত রয়েছে?হায়রে!!বিধাতা আমাকে এত সুন্দর দেহের সাথে একটি পেটও যে দান করেছেন। সময়মত খাবার না পেলে পেটের জ্বালায় যে সমস্ত দেহও উন্মোচিত হয়,তা কি ওই গ্যালারীর সামনে দাঁড়ানো কোন মানুষের মনে একটিবারও আসবে?গ্যালারীর এই ছবিটি আজীবন তার এই পেটটি নিয়ে বেদনার্ত মুখে করুণ চোখে চেয়ে থাকবে অসীমের দিকে। যেখানে জমাট বাঁধা আছে একঝাঁক নিকষ কালো অন্ধকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.