আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজী শিখতে কতমিনিট সময় লাগে?

http://www.facebook.com/Kobitar.Khata

বিবিসি জানালা ইংরেজী শিখার আয়োজন করেছে। আপনি যদি তাদের সাইটে যান তাহলে দেখতে পাবেন লেখা আছে এই লেসনটি শুনতে চাইলে ৩০০০ নম্বরে ডায়াল করুন। আপনি যদি ডায়াল করেন তাহলে প্রতি মিনিট ১.১৫ টাকা কাটা হবে। অথচ তারা যদি ইংরেজী শেখানোর উদ্দেশ্য নিয়েই এই আয়োজন করত তাহলে লেসনটি লেখা আকারে বা অডিও ফাইল আকারে দিতে পারত। চাইলে যে কেউ ডাউনলোড করে ইংরেজী চর্চা করতে পারত।

কিন্তু তারা তা না করে ৩০০০ নম্বরে ডায়াল এর ব্যাবস্থা রেখেছে কেন জানেন? ব্যাবসা..... ব্যাবসা..... ব্যাবসা..... ব্যাবসা..... এইবার ঝটপট একটি হিসাব করুন। মনে মনে হিসাব করুন, আপনার ইংরেজীর শিখতে কত মিনিট লাগবে এবং কত মিনিট ফোন করলে ইংরেজী শিখতে পারবেন। আপনার হিসাব মতে যত মিনিট সময় লাগবে তত মিনিটকে ১.১৫ টাকা দিয়ে গুন করুন। তাহলে পেয়ে যাবেন আপনার ইংরেজী শিখতে কত টাকা লাগতে পারে তার একটি মোটামুটি হিসাব। এই বার মোবাইলে রিচার্জ করে শুরু করে দিন আপনার ইংরেজী চর্চা।

তারও আগে চিন্তা করুন এভাবে কি আসলেই ইংরেজী শেখা সম্ভব? সেই পর্তুগিজ, ইংরেজদের থেকে শুরু করে যারাই এই দেশে এসেছে সবার একটিই চিন্তা চিল, কি করে এই দেশ থেকে কিছু সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়া যায়। সেই ক্লাইভ লয়েড ও তার ইষ্টইন্ডিয়া কোম্পানী চক্র এখনও সক্রিয়। শুধু সিসটেম বদল হয়েছে এবং নাম বদল হয়েছে এই যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।