আমাদের কথা খুঁজে নিন

   

৭১'র অগ্নিঝরা মার্চের সেই দিনগুলি!

mojnu@ymail.com

১ মার্চ ১৯৭১ রবিবার : ঢাকায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ২ মার্চ ১৯৭১ সোমবার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসভায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। ৩ মার্চ ১৯৭১ মঙ্গলবার : বাংলাদেশের পতাকার ডিজাইন ঘোষণা। ৪ মার্চ ১৯৭১ বুধবার : রেডিও পাকিস্তান ঢাকা’র পরিবর্তে ‘ঢাকা বেতার কেন্দ্র’ নামকরণ করা হয়। ৫ মার্চ ১৯৭১ বৃহস্পতিবার : কারফিউ-এর মধ্যে ঢাকায় অসংখ্য সভা ও শোভাযাত্রা।

৬ মার্চ ১৯৭১ শুক্রবার : ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে ৩২৫ কয়েদী পলায়ন, গুলিতে নিহত ৭ জন। ৭ মার্চ ১৯৭১ শনিবার : বঙ্গবন্ধু কর্তৃক রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান। ৯ মার্চ ১৯৭১ সোমবার : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানের জনসভায় পাকিস্তান ভাগ করে দু’টি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের জন্য ইয়াহিয়াকে আহবান জানান। ১১ মার্চ ১৯৭১ বুধবার : অসহযোগ আন্দোলন পূর্ণ সহযোগিতায় সাফল্যজনকভাবে অব্যাহত রাখার জন্য তাজউদ্দিন আহমদের জনতাকে অভিনন্দন। ১৫ মার্চ ১৯৭১ রবিবার : প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ঢাকা আগমন।

১৬ মার্চ ১৯৭১ সোমবার : পরামর্শদাতা ছাড়া ঢাকায় ইয়াহিয়া-মুজিবের প্রথম বৈঠক অনুষ্ঠিত। ১৭ মার্চ ১৯৭১ মঙ্গলবার : ঢাকায় প্রেসিডেন্ট ভবনে রাতে ইয়াহিয়া-টিক্কা খানের বৈঠক। ১৯ মার্চ ১৯৭১ বৃহস্পতিবার : ‘জয় বাংলা’ শ্লোগানের ব্যাখ্যা জানতে চাইলে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, ‘শেষ নিশ্বাস ত্যাগের সময়েও কালেমা পাঠের সাথে জয়বাংলা বলেই মরবো’। ২০ মার্চ ১৯৭১ শুক্রবার : লে: জেনারেল আব্দুল হামিদের ক্ল্যাগ স্টাফ হাউসে টিক্কা খানের সঙ্গে বৈঠক এবং নীল নকশা অপারেশন সার্চলাইট-এর অনুমোদন। ২১ মার্চ ১৯৭১ শনিবার : পরামর্শদাতাদের নিয়ে ভুট্টোর ঢাকা আগমন।

২২ মার্চ ১৯৭১ রবিবার : ঢাকার প্রতিটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় স্বাধীন বাংলাদেশের পতাকা মুদ্রণ। ২৩ মার্চ ১৯৭১ সোমবার : আওয়ামী লীগের উদ্যোগে ‘প্রতিরোধ দিবস’ উদ্যাপন। প্রতিটি গৃহে নতুন পতাকা প্রদর্শিত। ২৪ মার্চ ১৯৭১ মঙ্গলবার : পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বিভিন্ন স্থানে ‘সামরিক অ্যাকশন’-এর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। ২৫ মার্চ ১৯৭১ বুধবার : দিবাগত রাতে পাকিস্তান সৈন্যবাহিনী গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।

২৬ মার্চ ১৯৭১ বৃহস্পতিবার : (২৫ মার্চ রাত ১২টার পর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।