not now ২০১৪ সালেই খতম হচ্ছে সান্তোস-নেইমার চুক্তি, তারপরেই বিশ্বকাপ। নিজ মাঠে খেলেই বিশ্বকাপের প্রস্ততিটা যে মকশো করবে নেইমার তার আর সেই সুযোগ হচ্ছে না। কারণ চুক্তির মেয়াদ শেষ হলেই যে নেইমারের ক্লাব বদলের জন্য একটা ফুটো কড়িও পাবেনা সান্তোস! ব্যাবসায়িক বুদ্ধি ঠিকই টনক নড়ল। তাই নেইমারের সামনে রাখা হল স্পেনের মহা প্রতাপশালী দুই ক্লাবের প্রস্তাব - রিয়েল মাদ্রিদ অথবা বার্সেলোনা। যদিও দুইটা ক্লাবই পছন্দ তবু অর্থের গরিমায় গর্বিত মাদ্রিদ কে ছেড়ে 'মোর দ্যান এ ক্লাব' বার্সাকেই বেছেনিল নেইমার দ্যা সিলভা জুনিয়র! নিজের পছন্দের ক্লাবে যোগ দেয়ার ঘোষনাটা জানিয়ে দেন টুইটার বার্তায়। বার্সাও নিজ ওয়েবে জানিয়েছে - 'পরবর্তী ৫ বছরের জন্য বার্সায় যোগ দিচ্ছে নেইমার!' - শুভকামনা নেইমার, শুভকামনা বার্সা। - যাত্রা শুভ হোক...................................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।