আমাদের কথা খুঁজে নিন

   

পে-পল কর্তৃপক্ষের কেন চক্ষুগোচর হয় না?

আমার কোনো ঘর নাই আছে শুধু ঘরেরদিকে যাওয়া ...। May Allah bless you with Barakat, Magfirat and Najat during the Holy Ramadan

বাংলাদেশে এখন প্রায় ৩০% এর মত লোক কম্পিউটার আইটি নিয়ে কাজ করতেছে। যা আমরা সহজে বলতে বুঝে থাকি, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে সহজে টাকা আয় করার মাধ্যমকে। ইন্টারনেট ব্যবহার করে বহুভাবে টাকা আয় করা যায়, যেমন ডাটা এন্ট্রি করে, ডোমেন বিক্রি করে, অনলাইনের মাধ্যমে কোন কোম্পানির পন্য বিক্রির করে, কোন গেমস কোম্পানির সাথে কাজ করে, ওয়েব ডিজাইনের কাজ করে কংবা এ্যাডসেন্সের কাজ করে। অনলাইন বেস আরো অনেক কাজ আছে, যে সকল কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

এসব কাজের টাকা উত্তোলনের একমাত্র মাধ্যম হচ্ছে এই পে-পল একাউন্ট। অথচ আমাদের দেশে ইন্টারনেট বেস অনেক কাজ হচ্ছে। তারপরেও পে-পল একাউন্ট করার কোন সুযোগ সুবিধা না থাকার কারনে আমরা আইটি বেস কাজ থেকে দিনকে দিন অনেক দূরে সরে যাচ্ছি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই পে-পল ব্যবহার করে দেশের ৭৮% বৈদেশিক মুদ্রা অর্জন করে চলছে প্রতিনিয়ত। যা আমরা পেয়ে থাকি গামেন্র্টস শিল্প থেকে।

কিন্তু পে-পল কর্তৃপক্ষ সব সময় বলেন থাকেন, যে দেশ যত বেশি অনলাইনে কাজের গতি বাড়াতে সক্ষম হবে সে দেশ তত তাড়াতাড়ি আমাদের সেবার আওতায় চলে আসবে। সে হিসাবে আমাদের দেশে এখন অনেক বেশি অনলাইন বেস কাজ হচ্ছে অথচ সে কাজের প্রাপ‌্য আমারা সরাসরি পাই না, কারণ আমাদের দেশে পে-পল সার্ভিজ এখনো চালু হয় নাই। তাহলে পে-পল কর্তৃপক্ষের কথাগুলো সত্য হলো কি করে? আমি ব্যাক্তিগত ভাবে পে-পল কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার মেইল করেছি কিন্তু এখন পর্যন্ত তার ভালোর কিছু দেখতে পেলাম না! তারপরে, আমাদের দেশ হচ্ছে ডিজিটাল অথচ এই ডিজিটাল দেশে অনলাইন সোর্সিং এ কাজ করে ভালো কিছু করার মতো কোন সুযোগ সুবিধাদি এখনো তৈরি হয়নি। ভাবতে অবাক লাগে! এই ব্যাপারে না আছে কোন সরকারী প্রচেষ্টা না আছে মিড়িয়ার কোন উদ্দ্যেগ। অন্য কিছু যাই হোক, পে-পল তাদের নিজের প্রয়োজনেও এই কাজটি করতে পারেন।

যাতে করে প্রতিটি দেশের মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত না হয়। কারন অনলাইন বেস যত কাজ হয় তার ৯৯% টাকা পরিশোধ করা হয় পে-পলের মাধ্যমে। এই সার্ভিজ না থাকার কারনে অন্য একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করলে খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। যার ফলে অনলাইন ব্যবহারকারীরা ঐসব কাজ করতে রাজি হন না। এতে যেমন ক্ষতি হয় দেশের তেমনি কিছুটা ক্ষতি তো পে-পলের হবেই।

আমি আশা করি, লেখাটি যদি কারো দৃষ্টিগোচর হয় তবে যেন পে-পল কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসেন। আমরা এও আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশের নাম পে-পল কর্তৃপক্ষ তাদের একাউন্টের তালিকায় নিয়ে আসবেন। ব্যবপারটি আশা করি সুবিবেচনাধীন থাকবে পে-পল কর্তৃপক্ষের নজরে। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.