আমাদের কথা খুঁজে নিন

   

ভাল্লাগবেনা আপনাগোঃ পার্ট -২

আমি একজন পশু।

এই যে আমরা ব্লগাই ... (কিছু জায়গায় তুই-তোকারি করসি, কেউ কিছু মনে লইয়েন না) যখন ৭১ এ, এইদেশে পাকিস্তানিরা অত্যাচার করতাসিলো, তখন কি পশ্চিম পাকিস্তানেও তোদের/আমাদের মত সচেতন ব্যক্তিরা আমাদের কষ্ট নিয়া কথা-বার্তা কইত? তাতে কি কোনো লাভ হইত? এখন কি কোনো লাভ হইব? দেশের নেতৃত্বে না গিয়া বলতে পারতাসিনা কিছু। মুজিব-জিয়া-মাও সে তুং যারেই নেতা বানাবি, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সমস্যা টা ভয়াবহ জটিল, আমি মনে করিনা আমাদের নেতা রা বিল্ট - ইন খারাপ মানুষ, কারণ, এই আমি-তুই-আমরাই নেতা হই, আমরাই ইয়াহিয়া-আমরাই মুজিব-জিয়া। দেশ চালাইতে গেলে সবাইকেই রাবণ হইতে হয়।

দেশ অখন্ডিত রাখতে হইলে, দেশ টিকাইতে চাইলে সেনা-বাহিনী অইখানে রাখতেই হবে, নাইলে বন্ধু রাস্ট্র ছিবড়া বানাইয়া ফালাইবে। এইটা রুল অফ দ্য গেম, ওল্ড হিস্টোরি। তার মানে কি এই যে, মানুষ হত্যা জায়েজ হইয়া গেলো? কার জন্য কারে মারা জায়েজ? কে কারে কইবে যে কে কোথায় থাকবে? পাহাড়িরা বাংলাদেশে না থাকতে চাইলেই বা কে রুখবে? তোরা/আমরা যারা পাহাড়িদের জন্য এত আবেগি, সেই আমরাই কি মাইনা নিবো? না। কিন্তু কেন? কে আমাদের অধিকার দিসে এইটা ঠিক কইরা দেয়ার যে, পৃথিবীর কোথায় কে থাকবে? বাঙ্গালির এরিয়া কোনটা আর পাহাড়ির কোনটা? কে কার এরিয়ায় ঢুকবে / ঢুকবেনা?? সেহেতু, যার যেই খানে থাকতে মঞ্চায়, সে সেইখানে থাকবে। আমরা কে, কিছু বলার? --- অন দ্য কন্ট্রারি, যদি কোনো এক মোড়ল এই দায়িত্ব না নেয়, তাহলে দুনিয়ায় গোলমাল লাইগা যাবে।

তাইলে এখন কি করা যায়? সো, উই গট দ্য স্টুপিড আইডিয়া অফ সভেরেইনটি। সবাই নিজ নিজ দেশ এর সীমা সামলাও। সো, আমাদেরো সামলাইতে হবে আমাদের সীমা। এখন মজা হইল, "আর্ট অফ ওয়ার" এ আছে, "ইয়োর বর্ডারিং কান্ট্রি ইজ নেভার ইয়োর ফ্রেন্ড" । পাশের দেশের কাম হইলো, কেমনে তোমার ভিতরে গন্ডোগোল লাগায়া রাখা যায়, আর এই ক্ষেত্রে দেশে যদি কিছু উপজাতি পাওয়া যায়, কাজটা আরো সহজ।

সুতরাং, সীমা সামলাইতে, ইল্লিগ্যাল আর্মস এর ইনফ্লিক্ট ঠেকাইতে পাহাড়িদের কাছে তোকে রাখতে হবে সেনা- আর খুব আদর কইরা বুঝাইয়া রাখতে হবে পাহাড়িদের যে, ভাই তোদের আমরা কত ভালোবাসি!! কিন্তু এই কাজ টা সহজ শোনাইলেও সহজ না, কারণ খুব স্মার্ট-ধুরন্ধর-কিন্তু গুড সোল নেতা পাওয়া যায় কম, আর গেলেও তাকে এত কিছু নিয়া ব্যস্ত থাকতে হয় যে, নিজেকে শুধু পাহাড়ি ইস্যু নিয়া ডিভোটেড রাখা যায়না। তাই, সহজ সমাধান, ফলো দ্য হিস্টোরি। মাথায় ব্যথা? তাইলে, মাথাটা কাইটা ফেলান। সেটলার ঢুকান। নিশ্চিহ্ন করেন পাহাড়ি।

... এই হইতাসে গল্প। এইখানে তুই-আমি-আমরা নোট লিখি, ব্লগ লিখি , কিছু যায় আসে না। সবল মারবে দুর্বল রে নিজে টিকা থাকার জন্য। আমরা হচ্ছি সবল। আমরা হয় টিকা থাকতে খুন করব, নাইলে অন্য সবলেরা আমাদের চুইদা দিবে।

এখন সিদ্ধান্ত নে, মারবি না মরবি। যা ই করস, নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ডেথ অফ হিউম্যানিটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.