আমাদের কথা খুঁজে নিন

   

নির্জন-ভাবনা

!!!!!!

একাকী গভীর রাতে,এলোমেলো সব শব্দের মেলা, হাজারো নাম,হাজারো স্মৃতি, করছে সেথা লুকোচু্রি খেলা। হারিয়ে যাওয়া চেনা মুখগুলি ফিরে আসে যে স্মৃতির পাতায়, হারিয়ে যাওয়া চেনা দুখগুলি সুখ হয়ে উঠে কবিতার খাতায়। অতীতের সব হারানো স্বপ্ন পথ যে পায় না খুজে, বর্তমানের বুকেই তাই লজ্জায় মুখ গুজে। আজকে বড়ো প্রশ্ন জাগে আমার কি অর্জন, কিছু মানুষের ভালোবাসা, আর কিছু’দের বর্জন। আজকে আমার মন যে আবার পিছনে ফিরে তাকায়, অতীতের ভুল কাদায় বড়!বড় আফসোস হয়। সামনে আমার কি আছে তা চেয়ে দেখি ঐ দূরে, অস্পষ্ট, অজানা মুখেরা আমায় ছেকেঁ ধরে। হারিয়ে গেলাম অন্ধকারে,অনেক মুখের ভিড়ে, হয়তো আবার উঠবো ভেসে বর্তমানের তীড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।