যশোরের অভয়নগর উপজেলার ডিআইএনজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ৫ মার্চ, ২০১০ থেকে অনুষ্ঠিতব্য ৮দলীয় হুইপ অধ্য শেখ আব্দুল ওহাব এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা দেশ-বিদেশে প্রচারের লে গত ২৬ ফেব্র“য়ারি, ২০১০ রাতে একটি ব্লগ/ ওয়েব সাইট উদ্ভোবন করা হয়। উদ্ভোদন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অধ্য শেখ আব্দুল ওহাব এমপি। হুইপ মহোদয় িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ফরহনধফধষ -এ কিক করার মধ্যে দিয়ে হুইপ কাপ ফুটবলের প্রচার প্রচারনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এসময় হুইপ অধ্য আব্দুল ওহাব এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার বাংলাদেশকে একটি ডিজিটাল ব্যবস্থায রূপান্তরের কাজ করে চলছে। আজ গ্রাম পর্যায়ের একটি ফুটবল টুর্নামেন্টও ওয়েবের মাধ্যমে দেশ-বিদেশে বসে খবরা খবর জানার ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে বুঝা যায় যে, জননেত্রীর ডিজিটালাইজের কাজ ইতিমধ্যে আনেক দূর এগিয়ে গেছে। এসময় অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সম্পাদক গাজী নজরুল ইসলাম, হুইপের পিএ দিলীপ কুমার গোস্বামী, আওয়ামীলগি নেতা মেল্যা সাইদুৃর রহমান, দীলিপ কুমার পাল, বি.এম. নজরুল ইসলাম, দুলাল চন্দ্র অধীকারী, মীনা সুবেদার ইসলাম, শামসুর রহমান মলিÍক, খন্দকার শহিদুল ইসলাম, টি. এম সেলিম রেজা, খান এ কামাল, এস. এম. মকবুল.হোসেন, ওহিদুল মলিÍকসহ হুইপ কাপ ফুঠবল টুর্নামেন্ট আয়োজক ও শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক রবিউল আলম খেলার তথ্য প্রচারের েেত্র ওয়েবের বিভিন্ন ইতিবাচবক দিক তুলে ধরেন।
তিনি বলেন, এখন থেকে িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ফরহনধফধষ সাইটে কিক করে হুইপ কাপ ফুটবল টুর্নামেন্টের জাবতীয় তথ্য পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।