www.nationalnews.com.bd
ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে ভিক্টর ইয়ানুকোভিচ আজ বৃহস্পতিবার রাজধানী কিয়েভে পার্লামেন্ট ভবনে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ইয়ানুকোভিচ বলেছেন, ইউক্রেনে হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারা বিশ্ব একে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি আরো বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ইউক্রেনবাসীর সমস্ত আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। তবে জানা যায়, প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ও পরাজিত প্রার্থী ইউলিয়া টিমোশেঙ্কো অংশ নেননি।
তিনি এখনো নির্বাচনকে স্বীকৃতি এবং পদত্যাগ করতে রাজি নন। কয়েকদিন আগে হয়ে যাওয়া নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। অবশ্য পরে তিনি তা প্রত্যাহার করে নেন। এদিকে, রুশপন্থি ইয়ানুকোভিচ তার শাসনের সময় মস্কোর দিকে ঝুঁকে পড়তে পারেন বলে এমন অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে উড়িয়ে দিয়ে নতুন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বলেন, রাশিয়া আমদের ভালো বন্ধু, তাদের সঙ্গে আমাদের সু-সম্পর্ক থাকবে।
তবে আমরা পরাষ্ট্রনীতিতে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন করে সামনের দিকে এগিয়ে যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।