আমাদের কথা খুঁজে নিন

   

ব্র্যাকের ফজলে হাসান আবেদ স্যার উপাধি পেয়েছেন

পরিবর্তনের জন্য লেখালেখি

ব্র্যাকের জন্য খুব খুশির সংবাদ সন্দেহ নেই । নবনীতা মাথা ঝাকিয়ে অনেক প্রশ্ন করলেন। একটা প্রশ্ন কেউ করে না । এ যাবত কালে ব্র্যাকের ঋণ গ্রহনকারীদের ভেতর কত % দরিদ্র মানুষ তাদের দারিদ্র কাটিয়ে উঠতে সমর্থ হয়েছেন? ক্ষুদ্র ঋণ এর কাঠামো দারিদ্র বিমোচন করে না জিইয়ে রাখে? আমি সত্যি জানতে চাই । ১৯৭২ সাল থেকে অর্থনীতির সূচকে বাংলাদেশের বেশির ভাগ মানুষ নাকি আরো গরীব হয়েছে , মাথাপিছু ঋণের পরিমান ও বেড়েছে , বেড়েছে ধনী ও গরীবের দূরত্ব। তাহলে দেশের ২১ হাজার এন জি ও বাংলাদেশের উপকার করছে না অপকার? শুধু বড় বড় কয়েকটা নয়, দেশের সকল এন জি ও ও সামাজিক প্রতিষ্ঠানের টাকা পয়সার হিসাব , অডিট পত্র পত্রিকায় নিয়মিত ছাপানোর নিয়ম করা দরকার। ব্র্যাকের বার্ষিক অর্থলগ্নী এখন ৭০০ মিলিয়ন ডলার , তার মাত্র ২৫% আসে বহির্বিশ্বের অনুদান থেকে। বাকি ৭৫% আসে ব্র্যাকের বিজনেস থেকে । জনহিতকর প্রতিষ্ঠান বলে এই ৭৫% অর্থের উপর কর বসানো ঠিক হবে না । - ফজলে হাসান আবেদ লাভের পুরো টাকা বাংলাদেশে বিনিয়োগ না করে বিদেশে বিনিয়োগ করলে ( এশিয়ায় আফঘানিস্তান, শ্রীলঙ্কা , পাকিস্তান ও আফ্রিকায় তানজানিয়া, উগান্ডা, লাইবেরিয়া, সিয়েরা লিওন , কেনিয়া আর আমেরিকায় হাইতি ) তার উপর কর কেন বসবে না? বিবিসি বাংলাতে সাক্ষাৎকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.