আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে বইমেলায় হিজবুত তাওহীদের স্টল বন্ধ

www.nationalnews.com.bd

ফেনীতে পৌরসভার ব্যবস্থাপনায় শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে রোববার থেকে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলায় হিজবুত তাওহীদ একটি স্টল দেয়। স্টল থেকে সংগঠনের নেতা বায়েজিদ খান পন্নীর বইসহ সংগঠনের বিভিন্ন প্রচারপত্র দর্শনার্থীদের মধ্যে প্রচার ও বিলি শুরু হয়। এতে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দর্শনার্থীরা সঙ্গে সঙ্গে বিষয়টি ফেনীর জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক আবদুল কুদ্দুস বলেন, একুশের বইমেলায় কীভাবে হিজবুত তাওহীদের মতো একটি গোপন সংগঠন প্রকাশ্যে স্টল দিতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।