www.nationalnews.com.bd
অবশেষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা নামে নামকরণের সাইনবোর্ড লাগিয়ে দেয়। সোমবার রাতে বিমানবন্দরের টার্মিনাল ভবনের নিয়নসাইনে জিয়া শব্দের স্থানে হযরত শাহজালাল (রা.) শব্দটি স্থাপনের কাজ শুরু করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, গেজেট পাওয়ার পরপরই সিভিল এভিশেয়ন কর্তৃপক্ষ নিয়নসাইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। বিমানবন্দর পরিচালক উইং কমান্ডার সাইদুর রহমান জানান,
রাত সাড়ে ৮টার দিকে বাংলা, ইংরেজি ও আরবি নিয়নসাইন পরিবর্তনের কাজ শুরু করা হয়। আশা করা যায় রাতের মধ্যেই নতুন নিয়নসাইন লাগানো শেষ হবে।
১৯৮৩ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা শুরু করে। ১ হাজার ৩০০ একর জমির ওপর নির্মিত দেশের সর্ববৃহৎ এই বিমানবন্দর ১৬টি আন্তর্জাতিক এয়ারলাইন্স নিয়মিত ব্যবহার করে। বছরে প্রায় ৫ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া করে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিমানবন্দরের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। ওইদিন রাতেই বিমানবন্দরের নাম ফলকের জিয়া শব্দের আলো নিভিয়ে ফেলা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।