আমাদের কথা খুঁজে নিন

   

মন বসেনা রিডিং টেবিলে

এত লেখালেখির কি আছে তাইতো বুঝলাম না!!

আজ আমার মিড্‌টার্ম এক্সাম।সকাল হতে পড়তে পড়তে অসহ্য অবস্থা।তখনই রুমে "প্রথম আলো" এল।আর আমি "রসালো" নিয়ে বসে গেলাম।পাতা উল্টাতে উল্টাতে চোখ আঁটকে গেল, "মন বসেনা রিডিং টেবিলে"। তারপরের বাকি সময়টুকু ইতিহাস।আমি এবং আমার সব রুমমেটরা এটা পড়ে সেই কি হাসাহাসি!!!ভয়াবহ কাণ্ড!!!আশপাশের রুম হতে অনেকে ছুটে এল যে কাহিনি কি!!এক্সামের চাপে সবগুলোর তার কি ছিড়ে গেল নাকি!!তারপর ওদেরও একই অবস্থা। সিমু নাসের,আদনান মুকিত,সাদাত সকলকেই অনেক অনেক ধন্যবাদ এই বোরিং সকালটায় এতখানি আনন্দ দেওয়ার জন্য। সবশেষে নায়ক "মডেম" ও নায়িকা "মজিলা" কে এত ভাল পারফরমেন্সের জন্য অভিনন্দন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।