এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/
প
পইথানেই যেন সকল আলোড়ন
পালঙ্কের যেন আজ শক্তি পরীক্ষন
পাশরিল দুজনে আজ সকল ব্যাথা,
পার্যমানে ভুলে যায় পার্থিবের কথা
পিন্ধনবাস কবেই পড়ে গেছে খুলি
পরিহিত একজন অপরের পাণি
পূর্বভাদ্রপদের আলোয় থাকে চেয়ে
পরস্পরের পানে অবাক মুগ্ধ চোখে
পূর্ণানন্দের প্রশংসা! এত সাধ্যি নাই
প্রহৃষ্ট এ চিত্রের বর্ণনা করি তাই
প্রাণহীন রজনীতে বাজে মায়া-বীণ
পুঞ্জিভূত বহু কষ্ট হয়েছে বিলীন
প্রীয়মান কখনো বা প্রক্ষক দুজন
পিদীমের এমনে হয়ে যায় মরণ!
[এই কবিতা লেখার সময় আমার মাথায় মধুসূদন এর ভূত ছিলো। তাই যথারীতি কবিতার ১৪ টি লাইন আর প্রতি লাইন এ ১৪ অক্ষর
কবিতার প্রতিটি লাইন "প" দিয়ে শুরু, তাই পচাঁ হয়ে গেছে!
]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।