আমাদের কথা খুঁজে নিন

   

নটরডেমের মুখতার স্যার এবং মাইকেল মধুসূদন দত্ত

টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল বাঁশঝাড়

১। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হাওড়ার বৃহত্তম খাবারের দোকান ফুড প্লাজা। ঢুকেই আপনার চোখে পড়বে নিখাদ ইংরেজি, হিন্দি ও বাংলায় লেখা একটি বিজ্ঞপ্তি -
Orders can be placed upstairs.
Order upar liye jate hain (হিন্দিতে লেখা)
খাবারের অর্ডার উপড়ে নেয়া হয়!!!

২। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান মহিলা কলেজ সংলগ্ন এলাকা ঝাপানতলা। পাশেই সুন্দর নিরিবিলি কৃষ্ণসায়র পার্ক সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি বিজ্ঞপ্তি চোখে পড়বে আপনার।

"এখানে মহিলাদের শৌচ কর্ম :3 শেখানো হয়"। যিনি বিজ্ঞাপনটি লাগিয়েছিলেন তিনি হয়ত সুচি কর্ম এবং শৌচ কর্মের পার্থক্য এখনও বুঝে উঠতে পারেন নি। আমি নিশ্চিত বিজ্ঞাপনটি দেখে আমার বন্ধুদের অনেকেই হয়ত ঐ প্রতিষ্ঠানের প্রশিক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করবে

৩। আমার এক স্থানীয় বন্ধুকে তার প্রয়োজনে আমার হার্ডডিস্কটা ধার দিয়েছিলাম কিছুদিনের জন্য। তার বিনিময়ে আমি পাই হার্ডডিস্ক ভর্তি মুভি।

কি কি নতুন মুভি পেলাম সেটা দেখতে দেখতে হঠাৎ দেখি একটা মুভি নাম 'Pubic Enemies' কি বিব্রতকর ব্যাপার! ফোল্ডারসহ মুভি ডিলিট। কিছুদিন পর আমার রুমমেটের কাছে দেখি একই মুভি। এবার ভাবলাম ভাল কিছুই হবে নাহয় সবাই ডাউনলোড দিবে কেন? এবার ফোল্ডার খুলে দেখি মুভির নাম 'Public Enemies' !!! একটা মাত্র অক্ষরের অনুপস্থিতি জনগণের শত্রুকে রীতিমত পশ্চাতদেশের শত্রু বানিয়ে দিল

এত সব ঝামেলার মাঝেও যখন হঠাৎ করে এমন কিছু চোখে পড়ে তখন নটরডেম কলেজের মুখতার স্যারকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি যিনি আমাদের কবি 'মাইকেল মধুসুধন দত্ত' এর নামের বানান ভুল হলে কি লজ্জাজনক এবং বিব্রতকর ভুল হতে পারে তা শিখিয়েছেন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।