আমাদের কথা খুঁজে নিন

   

"30 Minites Tragedy"

আমি সবসময় নিজেকে নিয়ে ব্যাস্ত থাকি..............................................
আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আজকের এই দিনটিকে অন্যরকম মাত্রা দিতে আয়োজন করা হয়েছিল Tragedy ৩০মিনিট। Tragedy ৩০মিনিট নিয়ে আমার মত অনেকেরই বোধ হয় অনেক প্রত্যাশা ছিল। প্রত্যাশা অনেকটা পূরণও হয়েছে বললে ভুল হবে না। বিকেল ৩.২০ মিনিটে আমার প্রিয় মানুষ আসাদুজ্জামান নূরের উপস্থাপণায় শুরু হয় দুনিয়া কাঁপানো।

৫২'তে যে বাঙালি দুনিয়া কাঁপিয়ে ভাষা অর্জন করেছেন, সেই জাতি আবার দুনিয়া কাঁপাবে তাতে কোন সন্দেহ ছিল না। কাঁপলও বটে। তবে তা দুনিয়া না কী আমাদের বুক তা বুঝতে সামান্য হলেও সময় লাগল। গানে নাচে আর নাট্যাংশে আমরা অভিভুত। আরও অভিভুত সেইসব মহান ভাষাসৈনিকদের একসাথে এক মঞ্চে দেখে।

আবেগ ধরা রাখা অনেকেরই বোধ হয় কষ্টই হচ্ছিল। সেইসব মহান ভাষাসৈনিকদের কাছ থেকে আমরা কিছু শুনতে চেয়েছিলাম, পেলামও বটে, কিন্তু তা খুবই স্বল্প সময়ের জন্য। সবাইকেই যদি মঞ্চে আনা হলো তাহলে বলতে দিতে সমস্যা ছিল কি? মাত্র ৩০মিনিট নূর ভাই তা আমাদের অনেকবারই মনে করিয়ে দিয়েছেন। কিন্তু সেই ৩০মিনিটের মধ্যে ৭মিনিট আমরা কি দেখলাম। আমরা দেখলাম দেশের প্রধান দৈনিক প্রথম আলোর সম্পাদক আমার অতিপ্রিয় সম্পাদক মতিউর রহমানকে।

তিনি ভাষাসৈনিকদের মঞ্চে আনলেন, স্বপ্ন মিছিল করালেন। তাতেই তাঁর লাগল ৭মিনিট। আরও বেশি সময় নিলেও অবাক হবার কিছুই ছিল না। এই হল ভাষাসৌনিকদের অমর ইতিহাস । আমার একটি ব্ণগ আছে ভিজিট করুন Just Click http://expertphotoshop.blogspot.com
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.