আমাদের কথা খুঁজে নিন

   

রকাফেলার ও আমগো স্টক মার্কেট

জীবনে ছুয়ে যাক কমা আর সেমিকোলন

শেয়ারবাজারে পুজিপতি রকাফেলারের বিশাল বিনিয়োগ। তো একদিন তিনি নীচে নামলেন একটি বিল্ডিং থেকে, যেখান থেকে তিনি নিয়ণ্ত্রন করেন তার বিনিয়োগ, ওয়াল স্ট্রীট এ। সেটা ছিলো একটা ব্রোকার হাউস। নিচে এক মুচির সাথে তার দেখা। মুচির কাছে গেলেন তিনি জুতা পালিসের জন্য।

মুচি জিজ্ঞাস করল: তুমি এই বিল্ডিং এ কাজ কর? তাহলে তুমি নিশ্চয় স্টক মার্কেটে বিনিয়োগ কর। শুন, তুমি এই এই শেয়ারগুলা কিন, তাইলে লাভ করতে পারবা। রকাফেলার মুচির পরামর্শ শুনে হাউসে গিয়ে বললেন: দেখ তো আমার কি কি শেয়ার আছে...যা যা আছে সব বিক্রি কর। সবাই হায় হায় করে উঠল, করেন কি করেন কি? কিন্তু রকাফেলার অটল। সে সব বেচে দিল..আর সাথে সাথে পড়তে লাগল আমেরিকার স্টক মার্কেট...দ্য গ্রেট ডিপ্রেশন।

সবাই তো রকাফেলারের পান্ডিত্যে তাজ্জব। আপনি আগেই বুঝে ফেলছেন যে বাজার পড়ে যাবে!!!!! দেখো সবাই এই না হলে বিনিয়োগকারী!!!! পরে রকাফেলার এ ব্যাপারে বলছিলো যে, যখন একটা মুচি পর্যন্ত আমাকে শেয়ার নিয়া পরামর্শ দেয় তখনই আমি বুঝি বাজার কতটা অতিমূল্যায়িত, কতটা রিস্কি। শুধু রকাফেলার নয়, আরো জায়ান্ট রা বাজার পরার আগেই নিজেদের মুলধন তুলে নেয়। এভাবেই পড়তে থাকে স্টক মার্কেট। ধরা খায় জেনারেল পাবলিক।

আমগো দেশের স্টক মার্কেটটা নিয়া একটু ভাইবেন ভাইরা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.