আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
একটু অনুধাবন করলেই বিষয়টি টের পাওয়া যাবে। বিতর্ক নয়, চিন্তা-ভাবনার বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে কাজটি করে ফেললেন। দীর্ঘ দিনের পরিচিত জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে, হযরত শাহজালালের নামে এয়ারপোর্টটির নামকরণ করা হয়েছে।
কিন্তু তাইকি? আসুনতো একটু ভেবে দেখি-
পূর্বের নাম - ZIA INTERNATIONAL AIRPORT
বর্তমান নাম - HAZRAT SHAHJALAL INTERNATIONAL AIRPORT
বর্তমান নামের সংক্ষেপ করলে এরকমই দাঁড়ায়-
HAZRAT = HA
SHAHJALAL = S
INTERNATIONAL = IN
AIRPORT = A
অর্থাৎ বর্তমান নামের সংক্ষেপ রুপ HASINA
এটা আসলে কোন ব্যাপার না। আমাদের অনেক কবি, সাহিত্যিক তাদের সাহিত্যকর্মে অনেক কিছু গোপন কথা, বাক্য লিখে গেছেন যার মর্মার্থ করলে আমাদের মতো মূর্খের হিসেবের খাতায় গরমিল দেখা দেয়। এই যেমন লালন বলেছেন, আমার মাটির গাছে (মনুষ্য দেহ) লাউ (নারী দেহের বিশেষ অঙ্গ) ধরেছে/লাউ দেখতে বড় সোহাগী/ আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী (লোভাতুর দৃষ্টিসম্পন্ন মানুষ)। (লালনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে)।
কবি সাহিত্যিকদের গুষ্ঠী উদ্ধার করা আমার কম্মো নয়।
মাননীয় প্রধানমন্ত্রীও তাদের পথেই হাঁটছেন। অমর হওয়া বলে কথা!! আমরা নাদান জনগন। যখন যা পাই, তা-ই হালুম গিলে খাই। আসলে পেটে অনেক ক্ষুধাতো। প্রধানমন্ত্রী খুশী, আমরাও খুশী।
খুশী প্রসঙ্গে একটি বহুল প্রচলিত গল্প দিয়ে শেষ করছি-
খালার বাড়িতে বেড়াতে এসেছে খুশী। খালা নেই বাড়িতে। খালু একা। দুর থেকে এসেছে খুশী, তাই ক্লান্ত। খালু বললো, তোর খালা কালকে চলে আসবে।
আজকে রাত থেকে যা, খালার সাথে দেখা করেই তবে যাস। অগত্যা খুশীকেও থেকে যেতে হলো। রাতে যথারীতি একা রুমে ঘুমাতে গেল খুশী। এদিকে রাতের বেলায় খালুর শারিরীক যন্ত্রনা শুরু হলো। শরীরের ভেতর একটা দানব মাথাচাড়া দিয়ে উঠলো।
বউ নেই বাড়িতে। কী করা? অগত্যা মুনষত্ব ভুলে খুশীর রুমে ঢুকে ঘুমন্ত খুশীকে ঝাপটে ধরলো খালু। ঘুম ভেঙ্গে গেলে খুশী বুঝতে পেরে খালুকে সাবধান করে বলে-খালু, খালু, আমি খুশী, আমি খুশী। খালু বলে, তুই খুশী আমিও খুশী।
বিঃদ্রঃ HAZRAT SHAHJALAL INTERNATIONAL AIRPORT- এর সংক্ষেপ রুপ HASINA থিমটি আমার বউয়ের কাছ থেকে ধার করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।