প্রকৃত সুরে, ছন্দে, তালে, লয়ে গান শুনতে ভালবাসি। ভাল লাগে বাশী বাজাতে। সময় সুযোগে একটু একটু লেখালে-....................
আমিঃ রাত ৩টা, গাড়ী থেকে নেমে.....(আব্দুল্লাপুর)
একটু সামনে... একটা রিক্সা...যাবেন ভাই?
রিক্সা চালকঃ কোথায়?
আমিঃ স্টেশন রোড(টঙ্গী)
রিক্সা চালকঃ যাব, ভাড়া-২০
আমিঃ ১৫
রিক্সা চালকঃ উঠেন......
আমিঃ আচ্ছা
রিক্সা চালকঃ কোথা হতে?
আমিঃ অফিস (ই.টি.ভি.)
রিক্সা চালকঃ ঠান্ডা
আমিঃ .......লাগছে
হঠাৎ ****** এই থাম ******
রাস্তার ওপার হতে ছুরি, চাপাতি হাতে আরো ৩জন
ওরাঃ যা আছে দে
আমিঃ ......দিচ্ছি
ওরাঃ ২জন ২পকেটে, ২মোবাইল
আমিঃ আই. ডি. র্কাড নিয়ে লাভ কি?
ওরাঃ ১জন মানি ব্যাগ, টাকা নিয়ে রাস্তার ওপারে
আমিঃ ব্যাগে প্রয়োজনীয় কাগজ আছে
ওরাঃ ১জন ব্যাগ দিল, আর কিছু নাই?
আমিঃ না, ১৪,০০০ নিয়ে ওপারে গেল
ওরাঃ চলে গেল সবাই
রিক্সা চালকঃ ভাই চলেন
আমিঃ চলো
(***একটু সামনে দোকানে গেলাম, পুলিশ দারিয়ে আছে***)
আমিঃ স্যার, এই ঘটেছে
পুলিশঃ মুভ(সাথে আরো ফোর্স)
আমিঃ ও.সি. সাহেব সহ ৫জন গলি দিয়ে
পুলিশঃ আরো ৬জন মেইন রোডে
ও.সি.: ওদের পেলেই গুলি (কমরের নিচে)
ফোর্সঃ ওকে স্যার
*** তারপর সবাই গেলাম, কিন্তু পেলাম না। ফিরে এলাম, ট্যাক্সি নিয়ে বাসায়। যখন আমার কাছ থেকে টাকা নিয়ে একজন চলে গেল, আর আমি অন্য তিনজন কে বললাম ১৪,০০০ নিয়ে চলে গেল ( আসলে ৪,০০০ নিয়ে একজন রাস্তার ওপারে যাওয়ার পর অন্যদের ১৪,০০০ বললাম, আর তখনি অন্যরাও তার পিছু পিছু চলে গেল। ) তখন ওদের চেহেরা দেখে মনে হয়েছিল আমি ওদের শেষ নিশীর কুটুম। ***
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।