ব্রিটিশ দৈনিক স্টার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর এক সৈন্যের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সিক্স প্যাক বানিয়েছেন ক্রিস্টেন। ব্যক্তিগত জীবনে একজন মার্শাল আর্ট এক্সপার্ট ক্রিস্টেন এবার প্রশিক্ষণ নিচ্ছেন অপর এক মার্শাল আর্ট যোদ্ধার কাছ থেকে।
এক সূত্র জানিয়েছে, ক্রিস্টেন যে খুব ভালো মার্শাল আর্ট জানেন- তা অনেকেরই অজানা। তিনি ৫ বছর বয়স থেকে ক্যারাটে শিখেছেন। টোয়াইলাইটের মতো টিনএজ রোমান্টিক মুভি এখন তার জন্য অতীত মাত্র।
সূত্রটি আরও জানায়, সিনেমাটির জন্য বেশ কিছু মারাত্মক কসরত শিখেছেন ক্রিস্টেন। তিনি নিজেকে শুধুমাত্র রবার্ট প্যাটিনসনের সাবেক প্রেমিকা হিসেবে নয়, বরং একজন অসাধারণ অভিনেত্রী হিসেবেও দেখাতে চান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।